mamata

বিডি নীয়ালা নিউজ(৩০ই মার্চ১৬)-আন্তর্জাতিক প্রতিবেদনঃ আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে দিল্লি থেকে বিজেপি নেতারা পশ্চিমবঙ্গে এসে বাংলাকে অপমান করছেন বলে এবার অভিযোগ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

মঙ্গলবার নির্বাচনী সভায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “যারা বাংলাকে অপমান করে,  তারাই আমার শত্রু৷ এ মাটি রবীন্দ্র-নজরুলের মাটি৷ এখানে এসব মানুষ মেনে নেবে না৷”  সিপিএম-কংগ্রেসকে জবাব দিয়ে মমতা বলেছেন, “ওরা বলছে, বিজেপির সঙ্গে আমাদের নাকি বন্ধুত্ব আছে! মনে রাখতে হবে তৃণমূল ধর্মনিরপেক্ষ শক্তি৷ কোন সাম্প্রদায়িক শক্তির সঙ্গে তার বন্ধুত্ব হতে পারে না৷ ওরা মিথ্যা বলছে৷” প্রথমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজ্যে প্রচারে এসে আক্রমণ করেন মমতাকে৷ এমনকি, এ রাজ্যের পরিস্থিতি নিয়েও সমালোচনা করেন৷ এরপর এদিনই বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ তৃণমূলকে আক্রমণ করেন৷ শুধু তাই নয়, তিনি বলেন, ‘‘বোমার শব্দে শোনা যায় না রবীন্দ্রসংসীত৷”

মমতা আগের দিন যেমন মোদির নাম করেননি, এদিন অমিতের নামও করেননি৷ ঘটনাচক্রে মমতার প্রচার এদিন শেষ হয় পুরুলিয়ায়৷ আর সেই পুরুলিয়াতেই এসেছিলেন বিজেপির কেন্দ্রীয় সভাপতি অমিত শাহ৷

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে