mehedi20160213141948

বিডি নীয়ালা নিউজ(১৪ই ফেব্রুয়ারী১৬)-স্পোর্টস ডেস্কঃ আগেই বলেছিলেন, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেরা ক্রিকেটার হতে চান। টুর্নামেন্ট শেষে সেটাই করে দেখালেন বাংলাদেশ যুব দলের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। রবিবার ওয়েস্ট ইন্ডিজের শিরোপা জয়ের দিন মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ‘ম্যান অব দ্য টুর্নামেন্টের’ পুরস্কার নিতে উপস্থিত হন তিনি। রবিবার ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ পাঁচ উইকেটে জয়ের মাধ্যমে শিরোপা জিতে নেয়। কিন্তু পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ আবারো আনন্দ নিয়ে আসলেন স্বাগতিক দলের সমর্থকদের জন্য। সেমি ফাইনালে এই ক্যারিবিয়ানদের কাছে পরাজিত হয়েই শিরোপা জয়ের আশা ছাড়তে হয়েছে বাংলাদেশকে। পরবর্তীতে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে শ্রীলংকার বিপক্ষে জয় তুলে নিয়ে নিজেদের মান বাঁচিয়েছে মিরাজবাহিনী। একই সঙ্গে ফাইনালেও খুঁজে পাওয়া গেলো এক টুকরো বাংলাদেশকে। টুর্নামেন্টের সবচেয়ে বড় ব্যক্তিগত পুরস্কারটি জিতে নিলেন মিরাজ। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ পর্যন্ত মোট ছয়টি ম্যাচে বল হাতে তুলে নিয়েছেন ১২ উইকেট। অন্যদিকে, ব্যাটে ২৪২ রান। যার মধ্যে চারটি হাফসেঞ্চুরি। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মিরাজ বলেন, ‘আমি সত্যিই উচ্ছ্বাসিত। আমার লক্ষ্য অনেক বড় ছিলো। আমি টুর্নামেন্টের সেরা অলরাউন্ডার হতে চেয়েছিলাম। সেটা করতে পেরেছি। আমার ভবিষ্যৎ পরিকল্পনা জাতীয় দল এবং এক নম্বর অলরাউন্ডার হওয়া। আমি সেটা হওয়ার জন্য সেরা চেষ্টাটা করবো।’ কথা রেখেছেন মিরাজ। দেড় বছরের পরিশ্রম হয়তো তাদেরকে শিরোপা এনে দিতে পারেনি। কিন্তু দলের প্রায় প্রত্যেকের পারফরম্যান্স ছিলো নজরকাড়া। টুর্নামেন্ট সেরা হওয়ার ইচ্ছাটা পূরণ করেই ছাড়লেন। এখন দেখার বিষয় সাকিবের মতো তথা এক নম্বর অলরাউন্ডার হওয়ার ব্যাপারে কতটুকু নিজেকে এগিয়ে নিতে পারেন বাংলাদেশের হয়ে পরপর দুইবার যুব দলকে নেতৃত্ব দেওয়া এই অধিনায়ক।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে