2016-03-20-11-57-26-416

বিডি নীয়ালা নিউজ(২০ই মার্চ১৬) নাজমুল হক হৃদয়( রাঙ্গামাটি প্রতিনিধি): 
যুদ্ধাপরাধ বিচারমঞ্চ রাঙামাটি জেলা শাখার উদ্দ্যোগে রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয়ে
যুদ্ধাপরাধ বিচারমঞ্চের, শাখা কমিটি ছাত্রমঞ্চ গঠন করা হয়েছে। রবিবার দুপুরে পুলিশ
লাইনস সংলগ্ন মাঠে এই কমিটি গঠন করা হয়।এসময় উপস্হিত ছিলেন যুদ্ধাপরাধ বিচারমঞ্চ
রাঙামাটি জেলার সাংগঠনিক সম্পাদক নাজমুল হক হৃদয়, যুদ্ধাপরাদ বিচারমঞ্চ রাঙামাটি জেলার
সাংস্কৃতিক সম্পাদক মেরেলিন মারমা এ্যানি,যুদ্ধাপরাধ বিচারমঞ্চ রাঙামাটি জেলার
মুক্তিযুদ্ধ গবেষণা বিষয়ক সম্পাদক ফাতেমা তুজ জোহরা রেশমী সহ প্রমুখ। 
সভায় বক্তারা তরুন প্রজন্মের উদ্দেশ্য  বলেন,  মুক্তিযুদ্ধের এবং স্বাধীনতার সঠিক
ইতিহাস,মুক্তিসংগ্রামের মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবিস্মরণীয়
অবদান সম্পর্কে জানতে হবে।  যুদ্ধপরাধীদের দোসরদের হাত থেকে প্রকৃত, বিশুদ্ব,সঠিক ও
বাস্তব তথ্যভিত্তিক  বস্তুনিষ্ঠ ইতিহাস আগামী প্রজন্মেরর হাতে তুলে দেয়ার প্রয়াসে
রাঙ্গামাটি জেলায় স্বাধীনতার স্বপক্ষেরর একটি অরাজনৈতিক সংগঠনকে সামাজিক ও সাংস্কৃতিক
ধারায় পরিচালিত করার মাধ্যমে পার্বত্য এই জেলায় মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার স্বপক্ষের
শক্তিকে বিস্তৃত ও বিকশিত করার লক্ষ্য নিয়ে কাজ করতে হবে। 
বক্তব্যে শেষে আইমান উদ্দীন কে আহবায়ক, সুবর্ণ বড়ুয়া কে যুগ্ম আহবায়ক ও মোঃ অনিক কে
সদস্য সচিব করে ১২ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।
 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে