lockheed-f-16-fighting-falcon

বিডি নীয়ালা নিউজ(১৩ই ফেব্রুয়ারী১৬)-আন্তর্জাতিক প্রতিবেদনঃ পাকিস্তানের কাছে আটটি এফ-১৬ যুদ্ধবিমান বিক্রি করার পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার মার্কিন কংগ্রেসকে সে বিষয়ে অবগত করেছে ওবামা প্রশাসন। আগামী ৩০ দিনের মধ্যে বিষয়টি চূড়ান্ত হওয়ার কথা রয়েছে।

চলতি সপ্তাহের গোড়ার দিকে মার্কিন পররাষ্ট্র দফতর কংগ্রেসকে জানিয়েছে, পাকিস্তানের নির্ভুলভাবে হামলার সক্ষমতা বাড়ানোর বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ ওয়াশিংটন। আর এ কারণেই দেশটির কাছে এফ-১৬ জঙ্গিবিমান বিক্রি করা হচ্ছে। যুক্তরাষ্ট্র মনে করে পাকিস্তানের কাছে জঙ্গিবিমান বিক্রি করা হলে তা সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ে সহায়তা করবে এবং ওয়াশিংটনের পররাষ্ট্র নীতিকে এগিয়ে নেবে।

এদিকে, পাকিস্তানের কাছে মার্কিন এফ-১৬ জঙ্গিবিমান বিক্রির এ সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছে ভারত। তাদের এ অসন্তোষের কথা জানানোর জন্য মার্কিন রাষ্ট্রদূতকে তলবেরও সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে