bangladesh_cricket

বিডি নীয়ালা নিউজ(২৬ই মার্চ১৬)-স্পোর্টস ডেস্কঃ শোককে শক্তি করেই নিউজিল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ দল।

আগে বল করতে গিয়ে শারীরি ভাষাতেও তা জানান দিয়ে যাচ্ছিলেন মুস্তাফিজুর রহমান-সাকিব আল হাসানরা। আক্রমণাত্মক ফিল্ডিং আর পাঁচ উইকেট নেওয়া মুস্তাফিজুর রহমানের বোলিং তোপে বিধ্বস্ত করে ব্ল্যাক ক্যাপসদের ৮ উইকেটে ১৪৫ রানে আটকেছে মাশরাফি বিন মুর্তজার দল।

২০১৩ সালের নভেম্বরের পর এই প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ।

মিরপুরের সেই ম্যাচে ১৫ রানের ছোট জয় পেয়েছিল ব্রেন্ডন ম্যাককালামের দল। দুই বছরেরও বেশি সময় পর বদলেছে দুই দলই। বাংলাদেশ এখন ‘বড়’ দল। তবে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অবস্থান তলানিতে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের কাছাকাছি যাওয়া কিংবা ভারতের বিপক্ষে এক রানের ‘নাটকীয়’ হারের পর পিছুটান নেই মাশরাফিদের। শেষ ম্যাচে তাই ভালো কিছু করতে পারাটা স্বস্তি হবে বাংলাদেশের জন্য।

ইডেন গার্ডেনে এই টুর্নামেন্টে দ্বিতীয়বার খেলতে নামা বাংলাদেশ টসে হারলে আগে বল করতে আমন্ত্রণ জানান প্রতিপক্ষ দলের অধিনায়ক কেন উইলিয়ামসন। শুরু থেকেই বল বাই বল রান তোলার চেষ্টা নিউজিল্যান্ডের।

অন্যদিকে, বাংলাদেশের বোলারদের পরিকল্পনাতে রান খরচে কৃপণতা। প্রথম ধাক্কাটা দিতে খরচ হয়েছে ২৫ রান। মুস্তাফিজুর রহমানের বলে বোল্ড হন নিকোলস। ৩২ রান যোগ করতে আরেক ওপেনার উইলিয়ামসনকেও মুস্তাফিজ বোল্ড করেন। ৩২ বলে ৪২ রানের ঝড়ো ইনিংস খেলেন উইলিয়ামসন।

এটাই নিউজিল্যান্ডের ইনিংসে সর্বোচ্চ ব্যক্তিগত রান।

 

এরই মধ্যে গ্র্যান্ট এলিয়ট, মিচেল স্যান্টনার আর নাথান ম্যাককালামকে ফিরিয়ে সবমিলিয়ে পাঁচ উইকেট ঝুলিতে ভরেন মুস্তাফিজুর রহমান। খরচ করেছেন চার ওভারে ২২ রান। ইনিংসের শেষ ওভারেই তুলে দুইটি উইকেট নেন এই পেসার।

জানিয়ে রাখা ভালো, ওয়ানডে ফরম্যাটে তিনবার পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড থাকলেও, টি-টোয়েন্টিতে এটাই মুস্তাফিজের প্রথম পাঁচ উইকেট পাওয়া।

মুস্তাফিজের ছাড়াও আল-আমিন হোসেন দুইটি ও অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা একটি করে উইকেট নিয়েছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে