nojrul_islam

বিডি নীয়ালা নিউজ(১৫ই ফেব্রুয়ারী ১৬)-ঢাকা প্রতিনিধিঃ যুদ্ধাপরাধী মীর কাসেমের আপিল মামলা থেকে সরে দাঁড়ালেন অবসরপ্রাপ্ত বিচারপতি নজরুল ইসলাম।

আজ বেলা সাড়ে ১১টার দিকে তীব্র সমালোচনার মুখে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে পাঁচ সদস্যের বেঞ্চে শুনানিকালে এ মামলার কার্যক্রম পরিচালনা থেকে নিজেকে প্রত্যাহার করে নেন সাবেক এই বিচারপতি।

বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী আদালতে বলেন,  ‘মাই লর্ড, আমি এর আগে আপিল বিভাগে আইনজীবী হিসেবে তিনটি মামলা পরিচালনা করেছি, তখন আমার বিপরীতে অ্যাটর্নি জেনারেল ছিলেন। তখন কোনো প্রশ্ন তিনি ওঠাননি; বরং এ মামলার আইনজীবী হিসেবে নিয়োগ পাওয়ার পর আমার বিরুদ্ধে বৈরী পরিবেশ তৈরি করা হয়েছে। আমি সংবিধান মেনে এবং নৈতিক অবস্থান ঠিক রেখে এ মামলা পরিচালনার জন্য সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু বৈরী পরিবেশ তৈরি করায় নিজেকে প্রত্যাহার করে নিলাম।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে