ersad

বিডি নীয়ালা নিউজ(২৫ই এপ্রিল১৬)-অনলাইন প্রতিবেদনঃ জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন,‘আগামী সংসদ নির্বাচনকে জাতীয় পার্টি একটি বড় চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করবে।

আগামী ১৪ মে অনুষ্ঠেয় জাতীয় পার্টির জাতীয় সম্মেলন অনুষ্ঠানের মধ্য দিয়ে পার্টিকে ঘুরে দাঁড়াতে হবে। কারণ,দেশের মানুষ এখন জাতীয় পার্টির দিকে তাকিয়ে আছে।’

শনিবার (২৩ এপ্রিল) রাজধানীর বনানীর নিজ কার্যালয়ে জাতীয় পার্টির সকল জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জাপা প্রধান এসব কথা বলেন।

এরশাদ বলেন, ‘যেভাবে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, আগামীতে সেভাবে আর কোনো নির্বাচন অনুষ্ঠিত হলে দেশবাসী নির্বাচনী ব্যবস্থার উপর আর কোনো আস্থা রাখতে পারবে না। তাই বর্তমানের ভুল থেকে শিক্ষা নিয়ে নির্বাচন কমিশনকে পরবর্তীতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থাগ্রহণ করতে হবে।’

তিনি আরো বলেন, ‘গত ২৫ বছরে দুটি দলের (আ.লীগ-বিএনপি) ব্যর্থ শাসনে দেশের মানুষ দিশেহারা হয়ে পড়েছে। তাদের জনপ্রিয়তা এখন তলানিতে। এই সুযোগ জাতীয় পার্টিকেই গ্রহণ করতে হবে। জনগণের সুখ-দুঃখের সঙ্গী হতে হবে।’

সাবেক এই রাষ্ট্রপতি বলেন, ‘আমার ভোট আমি দেবো- এই অধিকার নিশ্চিত না হলে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ লাভ করবে না। তাই মানুষের ভোটের অধিকার নিশ্চিত করতে হবে।’ এসময় তিনি আসন্ন জাতীয় পার্টির সম্মেলন সফল করার জন্য পার্টির সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে