বিডি নীয়ালা নিউজ(২১জানুয়ারি১৬)- আজাদুল করিম (নীলফামারী প্রতিনিধি): গতকাল বুধবার(২০ জানুয়ারি) মাগুড়া স্বাধীন বাংলা ক্রিড়াচক্রের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।
প্রতিষ্ঠাবার্ষিকীতে মাগুড়া ইউনিয়নকে মাদক, জুয়া, বাল্যবিবাহ, নিরক্ষরমুক্ত ঘোষণা উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা-কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান, সেচ্ছায় রক্তদান ও পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নীলফামারী পুলিশ সুপার জাকির হোসেন খান। মাগুড়া ইউনিয়নকে মাদক, জুয়া, বাল্যবিবাহ, নিরক্ষরমুক্ত ঘোষণা উপলক্ষে বিভিন্ন বক্তব্য রাখেন তিনি। এছাড়া স্বাধীন বাংলা ক্রিড়াচক্রের কার্যক্রম আব্যহত রাখতে ও সার্বিক উন্নয়নে সহযোগীতার আহ্বান দেন।
উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন মাগুড়া স্বাধীন বাংলা ক্রিড়াচক্রের প্রধান উপদেষ্টা জনব ড. মোঃ জিয়া উদ্দিন ও সভাপতি জনাব মোঃ শাহিনুর ইসলাম , নীলফামারী কিশোরগঞ্জ উপজেলা চেয়ারম্যান জনাব মোঃ রশিদুল ইসলাম, কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ সিদ্দিকুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জনাব মোছাঃ শিরিনা বেগম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোঃ মোস্তাফিজার রহমান, কৃষি অফিসার জনাব মোঃ এনামুল হক, মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব শাহ মোঃ তারিকুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোঃ মাসুদুল হাসান, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নীলফামারী শাখার ডেপুটি কমান্ডার জনাব মোঃ শওকত আলী (টুলটুল),বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কিশোরগঞ্জ থানা শাখার ডেপুটি কমান্ডার জনাব মোঃ হাবিবুর রহমান (হাবলু) প্রমূখ।





