News Photo

বিডি নীয়ালা নিউজ(১৭ই মার্চ১৬)- কাওছার হামিদ(মাগুড়া, কিশোরগঞ্জ, নীলফামারী প্রতিনিধি):  ‘কর্মই জীবন কর্মই পরিচয়’ শ্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া ইউনিয়নের আদর্শ পাড়ায় শতভাগ স্যানিটেশন, স্বাক্ষরতা ও বাল্য বিবাহ রোধ ঘোষনা উপলক্ষে গতকাল বিকাল ৪টায় এক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়।

ইউপি সদস্য জালাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রশিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজার রহমান, মাগুড়া ইউপি চেয়ারম্যান মোঃ মাহমুদুল হোসেন শিহাব।

শুভেচ্ছা বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য আনিছুর রহমান,আওয়ামীলীগ নেতা মোশারফ হোসেন, শিক্ষক আজাদুল করিম আজাদ, সাংবাদিক কাওছার হামিদ, বিশিষ্ট ব্যবসায়ী তাহমিদুজ্জামান জুয়েল, আদর্শ স্বেচ্ছাসেবী সংগঠনের উপদেষ্টা ইছাহাক আলী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাহিদ হাসান, মেজবাহুজ্জামান, নুরমোহাম্মাদ, রিপন, আনছার আলী সহ আদর্শ স্বেচ্ছাসেবী সংগঠনের সকল সদস্য বৃন্দ। আয়োজনে ছিলেন অদর্শ স্বেচ্ছাসেবী সংগঠন।

অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলায়াত করেন ৪নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ জালাল উদ্দিন, অতিথিদেরকে ফুলদিয়ে বরণ করে নেন সংগঠনের মহিলা সদস্যরা। সম্পূর্ণ অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সভাপতি মোঃ মোরশালিন হক।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে