Earthque-300x165

বিডি নীয়ালা নিউজ(২৭ই মার্চ১৬)-অনলাইন প্রতিবেদনঃ  ভবিষ্যতে বাংলাদেশে রানা প্লাজার মতো আর কোনো অনভিপ্রেত দুর্ঘটনা যাতে না ঘটে,এজন্য ভূমিকম্প নিরোধক ভবন নির্মাণে জাপানি প্রযুক্তি ও অভিজ্ঞতা সহায়ক হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
তারা বলেন, রিট্রোফিটিং প্রযুক্তি ভূমিকম্পের বড় ক্ষতি থেকে রক্ষা করতে পারে।
দুর্যোগ বিশেষজ্ঞ ও জাইকার কান্ট্রি প্রোগ্রাম কো-অর্ডিনেটর নাওকি মাতসুমুরা বলেন,রিট্রোফিটিং এমন একটি প্রযুক্তি যা কোনো ভবন ধ্বংস না করে ভূমিকম্প নিরোধক ভবন করা সম্ভব। জাপানের বিশেষজ্ঞ দল ইতোমধ্যেই দু’টি ভবন সম্পন্ন করেছে। আরও চারটির কাজ চলমান।
এ প্রযুক্তিতে কোনো ভবন পুনরায় নির্মাণে যে খরচ তার তুলনায় অনেক কম লাগে বলে তিনি জানান।
জাইকার ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার মো. আনিসুজ্জামান চৌধুরী বলেন, বড় মাত্রার ভূমিকম্প হলে হয়তো মোকাবেলা কঠিন,কিন্তু আমাদের দেশে যে মাত্রায় ভূমিকম্প হয়েছে এসব মাত্রার ভূমিকম্প রিট্রোফিটিং প্রযুক্তির মাধ্যমে মোকাবেলা করা যায়।
এসময় জাইকা অবকাঠামো খাত ছাড়াও বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে সংস্থাটির ভূমিকা ও করণীয় নিয়ে ৯টি বিশেষ প্রামাণ্যচিত্র দেখানো হয়। এতে ভূমিকম্প নিরোধ, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলাসহ বিভিন্ন কর্মকাণ্ডের তথ্য তুলে ধরা হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে