banglaon

বিডি নীয়ালা নিউজ(২৮ই ফেব্রুয়ারী১৬)-ঢাকা প্রতিনিধিঃ  মেলায় ভিন্নধর্মী কিছু বই নিয়ে পাঠক আকর্ষণে রয়েছে প্রকাশনা প্রতিষ্ঠান বাঙলায়ন।

এবছর অমর একুশে গ্রন্থমেলায় তারা ১৬টি নতুন বই এনেছে। যার মধ্যে অনুবাদ, প্রবন্ধ ও চলচ্চিত্র বিষয়ক বই অন্যতম।

ঋত্বিক কুমার ঘটকের চলচ্চিত্র বিষয়ক বই ‘নিজের পায়ে নিজের পথে’ এবছর বাঙলায়নের পাঠক চাহিদায় রয়েছে। এটি প্রকাশ করা হয়েছে চলচ্চিত্র শিক্ষার্থীদের সহায়কগ্রন্থ হিসেবে।

প্রকাশনাটির কর্ণধার লেখক অস্ট্রিক আর্যু বলেন, দেশের বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে এখন চলচ্চিত্র বিষয়ে পড়ানো হয়, তবে তেমন বই বাংলা ভাষায় একেবারেই কম। নতুন নতুন ধারণা এবং শিক্ষার্থীদের চলচ্চিত্র বিষয়ে সুপাঠ্য দিতেই আমাদের উদ্যোগ।

তিনি বলেন, এছাড়া আমরা অনুবাদ সাহিত্যে নজর দিয়েছি। বরাবরই ক্লাসিক্যাল বই প্রকাশ করে থাকে বাঙলায়ন, এবারও যার ধারাবাহিকতা রেখেছি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে