সাম্প্রতিক সংবাদ

ভিন্নধর্মী আয়োজনে জেমসের ‘মিরাবাঈ’

jems miravai

বিডি নীয়ালা নিউজ(২৬ই আগস্ট ২০১৬ইং)-বিনোদন ডেস্কঃ নব্বই দশকের শেষের দিকে জেমসের ‘মিরাবাঈ’ গানটি ছিল শ্রোতাদের মুখে মুখে। পরবর্তীতে গানটি চলচ্চিত্রেও ব্যবহৃত হয়। সেই থেকে শুরু করে এখন পর্যন্ত তারুণ্যের কাছে সমান জনপ্রিয় এ গানটি। এবার ‘মিরাবাঈ’ গানটি ভিন্নধর্মী আয়োজনে করলেন জেমস। গানবাংলা চ্যানেলের ‘উইন্ড অব চেঞ্জ সিজন-২’-এর জন্য এরই মধ্যে গানটিতে পারফর্ম করেছেন তিনি। গানটির নতুন করে সংগীতায়োজন করেছেন কৌশিক হোসেন তাপস। ১২ জন বিদেশি পুরুষ ও নারী মিউজিশিয়ানের সঙ্গে গানটি গেয়েছেন জেমস।

সম্প্রতি এ গানটির শুটিং সম্পন্ন হয়েছে এফডিসির ২ নম্বর ফ্লোরে। এতে অসাধারণ পারফমরমেন্স করতে দেখা গেছে জেমসকে। এবার ঈদে গানবাংলার ‘উইন্ড অব চেঞ্জ’-এর দ্বিতীয় মৌসুমে জেমসকে এভাবেই পারফর্ম করতে দেখবেন দর্শক। জেমস ও বিদেশি মিউজিশিয়ানদের এ অনবদ্য পারফরমেন্স এবারের মৌসুমকে ভিন্নমাত্রা দেবে বলে মনে করছেন তাপস। এদিকে গত বছর বেশ কিছু ছবিতে জেমসের গাওয়া গানগুলো প্রশংসিত হয় সর্বমহলে। এখনও বেশ কয়েকটি ছবিতে গান গাওয়ার প্রস্তাব রয়েছে তার কাছে। তবে এখন পর্যন্ত তিনি পাকাপাকি করেননি কোনো কিছু।

 

 

 

 

 

এম/জমিন

Facebooktwitterredditpinterestlinkedinmail

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
shared on wplocker.com