Ram-Sita

বিডি নীয়ালা নিউজ(৮ই ফেব্রুয়ারী ১৬)- আন্তর্জাতিক প্রতিবেদন :  স্ত্রী সীতার প্রতি অন্যায্য আচরণ করেছেন হিন্দু দেবতা রাম, এমন অভিযোগে দেবতার বিরুদ্ধে মামলা করার উদ্যোগ নিয়ে সবাইকে তাজ্জব করে দিয়েছেন ভারতীয় আইনজীবী চন্দন কুমার সিং।

মি. সিং বলছেন, রাবণের কাছ থেকে উদ্ধারের পর রাম সীতাকে তার পবিত্রতার পরীক্ষা দিতে বলেছিলেন।

তার মানে সীতাকে রাম বিশ্বাস করেননি।

এ আচরণের মাধ্যমেই দেখা যাচ্ছে, নারীর প্রতি কি দৃষ্টিভঙ্গি সেই প্রাচীন সময়েও পোষণ করা হতো।

আর বিহারের একটি আদালতকে এই বিষয়টি স্বীকার করে নেবার জন্য আর্জি জানিয়েছেন তিনি।

তবে, বাস্তবসম্মত ফরিয়াদ নয় বলে গত সপ্তাহে সে আবেদন খারিজ করে দিয়েছে আদালত।

ফলে দেবতার বিরুদ্ধে মামলার বিষয়টি হাস্যকর শোনালেও মি. সিং আবারো এ বিষয়ে মামলা রুজু করার উদ্যোগ নেবেন বলে জানিয়েছেন তিনি।

তবে, মি. সিং এ কাজ গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণের জন্যই করছেন বলে ধারণা তার সহকর্মীদের অনেকের।

আর এই ঘটনার ফলশ্রুতিতে হিন্দু দেবতার মানহানি হয়েছে এমন পাল্টা অভিযোগে তার বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছেন আরেক আইনজীবী।

হিন্দুদের জনপ্রিয় দেবতা রাম রামায়ণের নায়ক।

ভারত ও বিশ্বের বিভিন্ন দেশে রামের কোটি কোটি ভক্ত পূজারি রয়েছেন।

সূত্রঃ বিবিসি বাংলা ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে