7ef59aa6f254be8e6ef0926afccce998-57da9387e338d

বিডি নীয়ালা নিউজ( ১৫ই সেপ্টেম্বর, ২০১৬ইং)-আন্তর্জাতিক ডেস্কঃ ৬৫ বছর বা এর বেশি বয়সের বাংলাদেশি জ্যেষ্ঠ নাগরিকদের (সিনিয়র সিটিজেন) ভিসা আবেদন জমা দেওয়ার জন্য কোনও ধরনের সাক্ষাৎকারের তারিখ/ই-টোকেন নেওয়ার আর প্রয়োজন পড়বে না। আগামী ১৮ সেপ্টেম্বের থেকে তারা নিজেরাই বাংলাদেশের যেকোনও ভারতীয় ভিসা সার্ভিস সেন্টারে গিয়ে ভিসা আবেদন জমা দিতে পারবেন।

বৃহস্পতিবার ভারতীয় হাইকমিশন থেকে সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি ভারত সরকার ৬৫ বছর বয়সের ঊর্ধ্বে বাংলাদেশি নাগরিকদের জন্য ৫ বছর মেয়াদি মাল্টিপল এন্ট্রি ট্যুরিস্ট ভিসা পাওয়ার যোগ্যতা অর্জন করবেন বলে ঘোষণা দেয়। তারই ধারাবাহিকতায় এ ঘোষণা দেওয়া হয়েছে।

এটি বয়োজ্যেষ্ঠদের প্রতি শুভেচ্ছার নিদর্শনস্বরূপ একটি পদক্ষেপ বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই উদ্যোগ গ্রহণের ফলে ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যে যোগাযোগ ও সম্পর্ক বৃদ্ধির সাথে সাথে ভারতীয় ভিসার পাওয়ার সুবিধা আরও একধাপ উন্নীত হবে বলে আশা করা যায়।

এবি

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে