junu

বিডি নীয়ালা নিউজ(২৮ই আগস্ট ২০১৬ইং)- বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্কঃ সৌরজগতের বৃহত্তম গ্রহ বৃহস্পতির সবচেয়ে কাছে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার মহাকাশযান জুনো। গতকাল শনিবার গ্রিনিচ মান সময় ১২টা ৫১ মিনিটে বৃহস্পতি থেকে মাত্র চার হাজার ২০০ কিলোমিটার দূরে অবস্থান করার কথা মহাকাশযানটির।

এর আগে কোনো মহাকাশযান বৃহস্পতির এতটা কাছাকাছি যায়নি। গত জুলাইয়ে বৃহস্পতির পক্ষপথে প্রবেশ করে জুনো।

মহাকাশযান জুনোতে থাকা ক্যামেরায় নিকটতম দূরত্ব থেকে বৃহস্পতিবার ছবি তোলা হবে। এছাড়া মহাকাশযানটিতে থাকা বিভন্ন যন্ত্রপাতি দিয়ে বৃহস্পতিকে পর্যবেক্ষণ করবেন নাসার গবেষকরা।

শিগগিরই নাসা জুনোর তোলা বৃহস্পতির কিছু ছবি প্রকাশ করবে বলে ধারণা করা হচ্ছে। এগুলো হবে বৃহস্পতির মেঘের সবচেয়ে বেশি ‘রেজ্যুলেশনের’ ছবি।

নাসা জানায়, বৃহস্পতিবার সবচেয়ে কাছে থাকার সময় জুনোর গতিবেগ হওয়ার কথা উত্তর থেকে দক্ষিণ দিকে ঘণ্টায় দুই লাখ আট হাজার কিলোমিটার।

পাঁচ বছর আগে পৃথিবী ছেড়ে যাওয়া জুনো মহাকাশযান ২৮০ কোটি কিলোমিটার পাড়ি দিয়ে গত ৫ জুলাই বৃহস্পতির কক্ষপথের কাছে পৌঁছায়।

সাউথওয়েস্ট রিসার্চ ইনস্টিটিউটের গবেষক স্কট বোল্টন বলেন, গত ৫ জুলাই জুনোকে বৃহস্পতির কক্ষপথে প্রবেশ করানো হয়। এর পর থেকেই জুনোর ওপর নজর রাখা হয়েছে। এখনো অনেক বিষয় পরীক্ষা করে দেখা প্রয়োজন।

স্কট বোল্টন আরো বলেন, সৌরজগতের ‘রাজা’র কাজের পদ্ধতির ওপর গবেষণা করার এটি সুবর্ণ সুযোগ।

 

 

ntv

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে