FB_IMG_1457961466187

বিডি নীয়ালা নিউজ(১৪ই মার্চ১৬)- আসাদুজ্জামান সুজন(নীলফামারী প্রতিনিধি): বাল্যবিয়ে, যৌতুক ও মাদকমুক্ত ইউনিয়ন হিসেবে ঘোষণা করা হয়েছে নীলফামারী সদরের কচুকাটা ইউনিয়নকে

FB_IMG_1457961469814

আজ সোমবার (১৪ মার্চ ) দুপুরে ইউনিয়নটির কচুকাটা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে “বাল্য বিয়েকে না বলি, মানসম্মত শিক্ষায় জীবন গড়ি” শীর্ষক গণসমাবেশে বেলুন উড়িয়ে এ ঘোষণা দেন অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা মেজিষ্ট্রেট মুজিবুর রহমান।

FB_IMG_1457961474343

গনসমাবেশের সভাপতি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবেত আলী এ সময় শপথবাক্য পাঠ করান।

FB_IMG_1457961477321
গনসমাবেশে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আবুজার রহমান, সদর উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার শাহজাদী, ডাঃ মুজিবুল হাসান চৌধুরী শাহীন, সদর থানার ওসি শাহজাহান পাশা, কচুকাটা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রউফ চৌধুরী ও ল্যাম্প প্ল্যান আইএম পাওয়ার প্রকল্পের প্রতিনিধি বরহান মৃধা প্রমুখ।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে