sirin_sarmin

বিডি নীয়ালা নিউজ(২৮ই মার্চ১৬)-অনলাইন প্রতিবেদনঃ  বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া স্টিফেন ব্লুম বার্নিকাটসহ তিনজন গুরুত্বপূর্ণ অতিথি নিয়ে একান্ত আলাপ করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
সোমবার (২৮ মার্চ) বিকেলে জাতীয় সংসদে স্পিকারের কার্যালয়ে সাক্ষাৎ করতে আসেন মার্কিন রাষ্ট্রদূত, বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) আবাসিক প্রতিনিধি রবার্ট ওয়াটকিনস এবং সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত ক্রিস্টিয়ান ফস।
সাক্ষাতের শুরুতে স্পিকারের কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত থাকলেও,পরে অতিথিদের অনুরোধে তাদের বাইরে যেতে বলেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
স্পিকার কার্যালয় সূত্রে জানা যায়, বাংলাদেশের রাজনীতি ও সংসদের কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। তবে ঠিক কি বিষয়ে আলোচনা হয়েছে তা জানা যায়নি। এর আগেও বার্নিক্যাট স্পিকারের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন, তখন সংসদের জনসংযোগ কর্মকর্তা ও ক্যামেরা পারসনদের থাকতে বাধা দেওয়া হয়নি। এবারই প্রথম এমনটি হয়েছে বলে জানান এক কর্মকর্তা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে