সাম্প্রতিক সংবাদ

বাংলাদেশ-ভারত পণ্যবাহী জাহাজ চলাচল শুরু

sajahan

বিডি নীয়ালা নিউজ(১৭ই মার্চ১৬)-অনলাইন প্রতিবেদনঃ ভারতের পূর্বাঞ্চলীয় বিভিন্ন বন্দর যেমন: কলকাতা, হলদিয়া, বিশাখাপত্তম, কাকিন্দা, কৃষ্ণপত্তম প্রভৃতির সাথে বাংলাদেশের চট্টগ্রাম, পায়রা ও পানগাঁওসহ কয়েকটি বন্দরের দীর্ঘ প্রতীক্ষিত সরাসরি পণ্যবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। বাংলাদেশ-ভারত কোস্টাল শিপিং এগ্রিমেন্টের আওতায় বাংলাদেশ থেকে ভারতে পণ্যবাহী এ জাহাজ চলাচল শুরু হলো।

নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খান মঙ্গলবার চট্টগ্রাম বন্দর অভ্যন্তরে এনসিটি-১ এ আনুষ্ঠানিকভাবে পণ্যবাহী জাহাজ চলাচল উদ্বোধন করেন। বাংলাদেশ থেকে প্রথমবারের মতো দেশে তৈরি এমবি হারবার-১ জাহাজটি পণ্য নিয়ে আগামী ১৭ মার্চ চট্টগ্রাম বন্দর থেকে ভারতের কৃষ্ণপত্তম বন্দরের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। ২২ মার্চ কৃষ্ণপত্তম বন্দরে বার্থিং ও পণ্য খালাস শেষে কন্টেইনার নিয়ে ২৩ মার্চ কৃষ্ণপত্তম থেকে যাত্রা শুরু করে ২৮ মার্চ চট্টগ্রাম বন্দর ও ৩০ মার্চ পানগাঁও বন্দরে পৌঁছবে।

উদ্বোধনী বক্তৃতায় নৌপরিবহণ মন্ত্রী বলেন,নতুন নতুন অপারেশন কার্যক্রমের মাধ্যমে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা ও আধুনিকতা বৃদ্ধি পাচ্ছে। অল্পসময়ে ভারতের সাথে পণ্য পরিবহণ যোগাযোগ স্থাপিত হওয়ায় সড়ক ও রেলপথে চাপ কমার পাশাপাশি আর্ন্তজাতিক বাণিজ্যে গতিশীলতা বৃদ্ধি পাবে। সময় ও অর্থ সাশ্রয় হবে। পাশাপাশি কম গভীরতার এ জাহাজ দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহেও বার্থিং নিতে পারবে। ফলে আভ্যন্তরীণ পণ্যের বহুমুখী গমন নিশ্চিত হবে। বন্দর চেয়ারম্যান কমডোর জুলফিকার আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী,নৌপরিবহণ মন্ত্রণালয়ের সচিব অশোক মাধব রায়,চট্টগ্রামে ভারতের সহকারী হাইকমিশনের প্রথম সচিব রাকেশ রমন, কৃষ্ণপত্তম বন্দর প্রতিনিধি রবি রাম প্রসাদ এবং ট্রান্সপোর্ট পরিবহণ নিপা লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিরাজুর রহমান বক্তৃতা করেন। সংসদ সদস্য নুর-ই আলম চৌধুরী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

# বাসস

Facebooktwitterredditpinterestlinkedinmail

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
shared on wplocker.com