heating_electric_copy_creative_commons

বিডি নীয়ালা নিউজ(২৯ই মার্চ১৬)-অনলাইন প্রতিবেদনঃ পটুয়াখালীর পায়রায় বাংলাদেশ ও চীনের যৌথ উদ্যোগে নির্মিত হচ্ছে ১৩০০ মেগাওয়াট ক্ষমতার কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র।

বিদ্যুৎকেন্দ্রটি স্থাপনের জন্য সরকারি মালিকানাধীন নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড এবং চীনের সরকারি প্রতিষ্ঠান সিএমসি মিলে ‘বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি লিমিটেড’ বা বিসিপিসিএল একটি নতুন কোম্পানি গঠন করা হয়েছে।

বিসিপিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক খুরশিদ উল আলম জানিয়েছেন, বিদ্যুৎকেন্দ্র নির্মাণ শেষে ২০১৯ সালে এখান থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে। এ প্রকল্পে প্রায় আড়াই শো কোটি ডলার ব্যয় করা হবে বলে তিনি জানিয়েছেন।প্রাথমিকভাবে এই কেন্দ্রের জন্য ইন্দোনেশিয়া থেকে কয়লা আমদানি করা হবে। এই বিদ্যুৎকেন্দ্রটি স্থাপনের আনুষঙ্গিক সব প্রক্রিয়া শেষে বিকেলে ঢাকার র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে এ সংক্রান্ত একটি চুক্তি সই হতে যাচ্ছে।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে