সাম্প্রতিক সংবাদ

বাঁদরের উপদ্রবে ক্ষতিগ্রস্ত তাজমহল!

taj-mahel

বিডি নীয়ালা নিউজ(৩০ই মার্চ১৬)-আন্তর্জাতিক প্রতিবেদনঃ সম্রাট শাহজাজহানের নির্মিত তাজমহলের মিনারে বড়সড় ক্ষত দেখা দিয়েছে৷

সম্প্রতি মিনারের সৌন্দার্যবর্ধণে কাজ করতে গিয়ে দক্ষিণ-পশ্চিম মিনারের গম্বুজটির ভগ্নদশা চোখে পড়ে কর্মীদের৷ এরপরই গম্বুজটি ভেঙে পড়তে পারে বলেও তারা আশঙ্কা প্রকাশ করেন। যদিও ‘আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া’র তরফে আশ্বাস দেওয়া হয়েছে, গম্বুজটি পড়বে না।

তাজমহলের সৌন্দর্য অটুট রাখতে তিনটি মিনারে রাসায়নিক দিয়ে পরিষ্কার করার কাজ চলছিল৷ তখনই এই ব্যাপারটি নজরে আসে৷

প্রত্নতাত্বিক বিশেষজ্ঞদের মতে, বাঁদরের উপদ্রবেই ক্ষতিগ্রস্ত হয়েছে গম্বুজটি৷ আপাতত সেটিকে কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে৷ বুধবারের মধ্যে সেটিকে ঠিক করে দেওয়া হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে৷ পরিবেশ দূষণের ফলে তাজমহল তার স্বাভাবিক ঔজ্জ্বল্য হারাচ্ছিল৷ তা রুখতেই রাসায়নিক দিয়ে পরিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়৷ ১৬ এপ্রিল প্রিন্স উইলিয়াম, কেট মিডলটনসহ বেশ কয়েকজন ‘বিগ’ পর্যটক আসবেন তাজমহল প্রদর্শনে৷ তার আগে জোরকদমে চলছিল সৌন্দর্যায়ন প্রক্রিয়া৷ আর তাতেই নজরে আসে বানরের কীর্তি৷

আগাম নজর পড়ায় আন্তর্জাতিক বিখ্যাত পর্যটকদের সামনে মুখ পুড়ল না কর্তৃপক্ষের৷

Facebooktwitterredditpinterestlinkedinmail

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
shared on wplocker.com