সাম্প্রতিক সংবাদ

বসুন্ধরায় আগুন: নিয়ন্ত্রণে না আসলেও আয়ত্তের মধ্যে

Bashundhara1471758851

বিডি নীয়ালা নিউজ(২১ই  আগস্ট ২০১৬ইং)-ডেস্ক রিপোর্টঃ  রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের আগুন আয়ত্তে আনা হয়েছে। তবে তা পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে আরও সময় লাগবে। আগুনে ১০০ দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। আগামী বুধবারের আগে বসুন্ধরা সিটি খোলা সম্ভব হবে না।

সন্ধ্যায় ঘটনাস্থলে উপস্থিত ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) শাকিল নেওয়াজ বলেন, আগুনের পরিধি এখন চার থেকে পাঁচটি দোকানের মধ্যে রয়েছে। দোকানগুলোর দরজা আগে থেকে বন্ধ ছিল। এগুলো অধিকাংশই জুতার দোকান। সেখানে রাবারও আছে। আগুনের ফলে জুতা ও রাবার গলে গিয়ে দরজা স্পর্শ করায় তা অনেকটা সিলগালার মতো হয়ে গেছে। তাই দরজা কেটে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।

বসুন্ধরা সিটির তত্ত্বাবধায়ক পিআইএম লতিফুল হাসান সাংবাদিকদের বলেন, এটা বড় ধরনের কোনো আগুন নয়। ছোট আগুন থেকে এ আগুনের সৃষ্টি হয়েছে।

তিনি বলেন, ১০০ দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ছয় থেকে সাতটি দোকান সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। অধিকাংশই জুতার দোকান। আগামী বুধবারের আগে বসুন্ধরা সিটি খোলা সম্ভব হবে না বলেও তারা ভাবছেন বলে জানান তিনি।

বসুন্ধরা সিটি মালিক সমিতির সভাপতি হান্নান আজাদ বলেন, প্রত্যেকটা দোকানে কমপক্ষে ২০ থেকে ৩০ লাখ টাকার মালামাল রয়েছে। মালিক সমিতি জানায়, বসুন্ধরার সাত তলায় সি ব্লকের একটি জুতার দোকান থেকে আগুনের সূত্রপাত। তবে আগুন সি ব্লক থেকে অন্য কোনো জায়গায় ছড়িয়ে পড়েনি।

আজ বেলা সাড়ে ১১টার দিকে বসুন্ধরা সিটিতে আগুন লাগে। ফায়ার সার্ভিস ২০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

 

 

bdlive24

Facebooktwitterredditpinterestlinkedinmail

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
shared on wplocker.com