সাম্প্রতিক সংবাদ

বর্তমান সরকার বাংলা শিক্ষার পাশাপাশি মাদরাসা শিক্ষাকেও গুরুত্ব দিচ্ছে

Chandanaish Pic from-Four

বিডি নীয়ালা নিউজ(২৯ই ফেব্রুয়ারী ১৬)-নজরুল ইসলাম (চট্টগ্রাম প্রতিনিধি): ইসলামিক ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক আবুল খায়ের মো. তারেক বলেছেন, বর্তমান সরকার বাংলা শিক্ষার পাশাপাশি মাদরাসা শিক্ষাকেও গুরুত্ব দিচ্ছে। এর  ফলে মাদরাসা শিক্ষার্থীরাও বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার সুযোগ পাচ্ছে। ধর্মীয় অনুভুতি নিয়ে লেখাপড়ায় এগিয়ে যাচ্ছে আজকের মাদরাসার শিক্ষার্থীরা।  তারা বাংলা শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষায় জ্ঞান অর্জন করায় অন্যায়, অবিচার, অনিয়ম, দুর্নীতি থেকে দূরে থেকে দেশের কল্যাণে কাজ করে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

গতকাল ২৮ ফেব্রুয়ারি সকালে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ চন্দনাইশ উপজেলা শাখার উদ্যোগে মাসিক সমন্বয় সভা মডেল রিসোর্স সেন্টারে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সনজীদা শরমিন। প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক আবুল খায়ের মো. তারেক। বিশেষ অতিথি আ’লীগ নেতা মাষ্টার আহসান ফারুক উপজেলা সুপারভাইজার এ এইচ এম জহিরুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাষ্টার টেইনার মাওলানা ফরিদুল আলম, মাওলানা হাফেজ আহমদ, মাওলানা ফোরকান এলাহী, মাওলানা আবদুল আলিম প্রমুখ।

Facebooktwitterredditpinterestlinkedinmail

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
shared on wplocker.com