সাম্প্রতিক সংবাদ

বরুড়ার ১নং আগানগর ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত।

সাব্বির হোসাইন, কুমিল্লা: কুমিল্লা বরুড়ায় ১নং আগানগর ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে শান্তি সমাবেশ ও অনুদান বিতরণের আয়োজন করা হয়। রবিবার (২৯ অক্টোবর) বিকাল ৩ টায় আগানগর বাজার সংলগ্ন মাঠে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়। ১নং আগানগর ইউনিয়ন চেয়ারম্যান মাজহারুল ইসলাম মিঠুর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও এস কিউ ফাউন্ডেশন চেয়ারম্যান এ জেড এম শফিউদ্দিন শামীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক নৌ প্রধান ও কুমিল্লা জেলা পরিষদের সদস্য রিয়ার এডমিরাল আবু তাহের, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক মেয়র বাহাদুরুজ্জামান, ৯নং দক্ষিণ শিলমুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফারুক হোসেন ভূইয়া, ১৩নং আদ্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাকিবুল হাসান লিমন, বরুড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজ আহমেদ, বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজের সাবেক ভিপি আব্দুল মান্নান, বরুড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাছির উদ্দিন মিহির, বরুড়া উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি ফরহাদ হোসেন ও আগানগর আবুল বশির কারিগরি উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আবুল বশির। প্রধান অতিথির বক্তব্যে এ জেড শফিউদ্দিন শামীম বলেন, জননেত্রী শেখ হাসিনা গত কয়েক বছরে যে উন্নয়ন করেছে তার সুফল প্রতিটি ঘরেঘরে। শেখ হাসিনার এই ধারাবাহিক উন্নয়ন বাঁধাগ্রস্ত করার জন্য বিএনপি- জামায়াত দেশে হরতাল, মানুষ হত্যার মাধ্যমে বিশৃঙ্খলার সৃষ্টি করছে। তিনি আরও বলেন, শেখ হাসিনার এই ধারাবাহিক উন্নয়ন অব্যাহত রাখতে বরুড়া উপজেলার সকল মানুষের সহযোগিতা কামনা করেন তিনি। অনুষ্ঠানে বিভিন্ন গরীব অসহায় মানুষকে অনুদান প্রদান ও বঙ্গবন্ধুকে নিয়ে বাংলাদেশ ও ভারতের যৌথ পযোজনায় নির্মিত ছায়াছবি মুজিব একটি জাতির রূপকার দেখানো হয়।

Facebooktwitterredditpinterestlinkedinmail

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

shared on wplocker.com