বিডি নীয়ালা নিউজ(১৬ই আগস্ট ২০১৬ইং)-ডেস্ক রিপোর্টঃ ভারত থেকে বন্যার পানিতে ভেসে আসা হাতি ‘বঙ্গ বাহাদুর’ নিজ ভূমিতে ফিরতে না পেরে আজ সকালে মারা গেলেও, তার স্বজাতির আরেক শাবককে ফিরিয়ে দিতে পেরেছে বাংলাদেশ।
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী পাহাড়ী পল্লী গুরুচর দুধনই এলাকার একটি পরিত্যক্ত কুয়া থেকে সকাল সাড়ে ৯টায় ওই হাতি শাবকটিকে উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, রাত প্রায় ৩টার দিকে ২৫-৩০ টির মতো একটি হাতির পাল পাহাড় থেকে নেমে আসে। এ সময় ৩-৪ বছর বয়সী ওই হাতি শাবকটি ২০-২৫ ফুট গভীর ওই কুয়ায় পড়ে যায়। রাতেই বনবিভাগের কর্মীরা হাতি শাবকটি উদ্ধারের চেষ্টা চালায়।
সকালে পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় কুয়া ঘেঁষে একটি ড্রেন কাটা হয়। সেই ড্রেন দিয়েই হাতি শাবকটিকে টেনে তোলা হয়। উদ্ধারের পর হাতি শাবকটি যেদিক দিয়ে এসেছিল সেদিক দিয়েই ফিরে যায়।
তবে মঙ্গলবার ভোরে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার কামরাবাদ ইউনিয়নের সোনাকান্দ গ্রামে ডোবার কাঁদা পানিতে দুর্বল হয়ে পড়ে থাকা বিশাল হাতি ‘বঙ্গ বাহাদুর’ মারা যায়।
bbc





