12670470_1228289873865016_2361064639079977666_n

বিডি নীয়ালা নিউজ(৮ই ফেব্রুয়ারী ১৬)- ঢাকা প্রতিনিধিঃ গত বছরের প্রথম সপ্তাহে অমর একুশে গ্রন্থমেলায় বাংলা একাডেমির যে পরিমাণ বই বিক্রি হয়েছে  এবার তার অনেকটাই কমেছে। টাকার অংকে এ ব্যবধান প্রায় সাড়ে ৫ লাখ টাকারও বেশি বলেছেন সংশ্লিষ্ঠরা।

আজ সোমবার (০৮ ফেব্রুয়ারি) বিকেলে বাংলা একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান এমনটাই জানিয়েছেন।

তিনি বলেন, গত বছর প্রথম সাতদিনে বাংলা একাডেমির ২২ লাখ ৬১ হাজার ৪১৮ টাকার বই বিক্রি হয়েছে। এবার প্রথম সপ্তাহে একাডেমির নিজস্ব বই বিক্রি হয়েছে ১৭ লাখ ৫ হাজার ৭৯ টাকার বই।

তিনি বলেন, প্রথম সাতদিনের বিশ্লেষণে গত বছরের তুলনায় এবার আমাদের বইয়ের বিক্রির পরিমাণ অনেকটা কম।

মেলার বাকি দিনগুলোতে বিক্রি বাড়তে পারে বলেও আশা প্রকাশ করেন তিনি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে