filipain madok

বিডি নীয়ালা নিউজ( ২৩ই আগস্ট ২০১৬ইং)-আন্তর্জাতিক ডেস্কঃ  গত সাত সপ্তাহে ফিলিপাইনে মাদকবিরোধী অভিযানে এক হাজার ৮শ’ মানুষ নিহত হয়েছে। সোমবার ফিলিপাইনের জাতীয় পুলিশ প্রধান রোনাল্ড ডেলা রোসা সিনেট কমিটিকে এ তথ্য দেন। খবর বিজনেস ইনসাইডারের।

চলতি বছরের মে মাসে দায়িত্ব গ্রহণের পর দেশ থেকে মাদক নির্মূলের ঘোষণা দেন নতুন প্রেসিডেন্ট রডরিগো দোতার্তে। এজন্য প্রয়োজনে মাদক পাচারকারীদের হত্যারও নির্দেশ দিয়েছিলেন তিনি।

তিনি বলেন, শুধু ১ জুলাই থেকে এ পর্যন্ত পুলিশের অভিযানে ৭১২ জন মাদক চোরাকারবারী ও ব্যবহারকারী নিহত হয়েছেন। আর বাকি এক হাজারেরও উপরে খুনের ঘটনা তদন্তাধীন রয়েছে। ফলে এ সংক্রান্ত খুনের সংখ্যা এক হাজার ৮শ’ ছাড়িয়ে গেছে।

প্রেসিডেন্টের এ নির্দেশকে মানবাধিকারের চরম লঙ্ঘন বলে উল্লেখ করে বিষয়টির নিন্দা জানিয়েছে জাতিসংঘ। তবে জাতিসংঘের এ আচরণে ক্ষিপ্ত দোতার্তে বিশ্ব সংস্থাটি থেকে বের হয়ে আসারও হুমকি দিয়েছেন।

তার মাদকবিরোধী লড়াইকে আন্তর্জাতিক আইনের আওতায় অপরাধ বলে জাতিসংঘের সমালোচনার পর তিনি এ হুমকি দেন।

দোতার্তে বলেন, জাতিসংঘের মতো আরেকটি সংস্থা গঠন করা উচিৎ। তিনি এজন্য চীন ও আফ্রিকার দেশগুলোকে আহ্বান জানাবেন বলেও জানান।

 bd-l-24

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে