19127676044_56829aa4f9_c

বিডি নীয়ালা নিউজ(২১ই ফেব্রুয়ারী১৬)-বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিবেদন : মহাবিশ্ব নিয়ে রহস্যের শেষ নেই।
এবার তথ্য মিলল পাহাড় ভাসার!
যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার গবেষকরা বলছেন, শীতল ও বামন আকৃতির গ্রহ প্লুটোতে ভাসমান পর্বতমালা রয়েছে। এর একটি স্থানে ভাসমান পাহাড় দেখা গেছে।
নাসার পাঠানো ‘নিউ হরাইজনস মিশন’ থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে গবেষকরা বিস্ময়ে অভিভূত হয়ে পড়েছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে