কাওছার হামিদ, কিশোরগঞ্জ, নীলফামারী: প্রধানমন্ত্রির পদ ত্যাগের খবরে নীলফামারীর কিশোরগঞ্জে বিভিন্ন ইউনিয়নে পৃথক পৃথক ভাবে আনন্দ মিছিল বের করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী,জনতা,অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি পেশার লোক। সোমবার বিকালে কিশোরগঞ্জ উপজেলার সদর,মাগুড়া,গাড়াগ্রাম,বড়ভিটা,রনচন্ডি,পুটিমারী, নিতাই,বাহাগিলি,চাঁদখানা ইউনিয়নে হাজার হাজার ছাত্র জনতার মুখে একটি শ্লোগান বার বার উচ্চরিত ছিল স্বৈরাচার নিপাত গেছে গণতন্ত্র মুক্তি পেয়েছে, টুঙ্গি পাড়ার গোলাপী দেশ ছেড়ে কই পালালি,হই হই রই রই শেখ হাসিনা গেলো কই, পালিয়েছে—রে পালিয়েছে শেখ হাসিনা পালিয়ে শ্লোগান দিতে দিতে সকল ইউনিয়নের খন্ড,খন্ড মিছিল কিশোরগঞ্জ শহীদ মিনারে গিয়ে মিলিত হয়। সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা,শিক্ষক,সহ বিভিন্ন পেশা জীবি লোক বক্তব্য রাখেন তেনার বলেন যে সরকারেই আসুক না কেন ঘটে যাওয়া চলমান পরিস্থিতিতে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরাজী বিভাগের ছাত্র শহীদ আবু সাঈদ এর হত্যার কান্ডের বিচারসহ সারাদেশে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর হাতে এবং আওয়ামীলীগ,ছাত্রলীগসহ সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মির হাতে যত মানুষ হতাহত হয়েছে তাদের সবাইরে বিচারের আওতায় আনতে হবে। প্রধানমন্ত্রি পদ ত্যাগের খবরে উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নে গরু জবাই করে বনভোজনের আয়োজন করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী, ছাত্র,জনতাসহ বিভিন্ন পেশা জীবি মানুষ। পরে বিকাল সাড়ে ৫টায় আনন্দ মিছিল শেষ করে ছাত্র,শিক্ষক,পেশাজীবিসহ আন্দোলনরত সকল শ্রেনির মানুষ ঘরে ফিরেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে