মারুফ সরকার, বিনোদন ডেস্কঃ কলকাতা হট্রমেলা চলচ্চিত্র উৎসবে গতকাল প্রদর্শিত হল বাংলাদেশের প্রমান্য চলচ্চিত্র পথিক শহিদুল নির্মিত বাতিঘর।


বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট প্রযোজিত বাতিঘর চলচ্চিত্রটির গল্প মাতৃভাষা গণগ্রন্থাগারের পরিচালক এম,কে টুটুলের জীবন দর্শন ও লাইব্রেরী নিয়ে।ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলা শহর থেকে ৫ কিলো: দুরে এক নিভৃত পল্লী কালুহুদা।এম,কে টুটুল ছোটবেলা থেকেই এই লাইব্রেরী গড়ে তোলে।।

এই লাইব্রেরীর  পাঠক / পাঠিকা, সাধারন মানুষ,শিক্ষক, সুধীজন, নানা পর্যায়ে মানুষের বক্তব্য উঠে এসেছে প্রমান্যচিত্রটির মধ্যে চিত্রায়ন করা হয়েছে এম কে টুটুলের একদিনের কর্মকান্ড।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে