Chandanish pic- 24.02.2016

বিডি নীয়ালা নিউজ(২৫ই ফেব্রুয়ারী ১৬)-নজরুল ইসলাম (চট্টগ্রাম প্রতিনিধি): বই আত্মার খোরাক জোগায়। অন্ধকার যেমন আলো ছাড়া দূরীভূত করা যায় না, তেমনি বই ছাড়া কেউ জ্ঞানী হতে পারে না।

আজও জ্ঞান-বিজ্ঞানে ইউরোপের লোকেরা একটু কাজের ফাঁক পেলেই তারা বই পড়ে সময় ব্যয় করে। এমনকি কাজে যাওয়ার পথে বাসে বা ট্রেনে বসে এই অল্প সময়টুকই বই পাঠে কাটিয়ে দেয়। এ কারণেই আজ তারা বিশ্বের কাছে উন্নত জাতি হিসেবে পরিচিত।

আমাদের সমাজে অনেক শিক্ষিতরাই এখন বই কিনেন না আবার সংগ্রহে থাকার পরও পড়েন না। আলসেমি করে অবসর সময় কাটান, টভি, ভিসিআর, ডিস এন্টিনা এবং ইন্টারনেটের মোহে আসক্ত হয়ে এ দিকে সময় ব্যয় করেন। বই পড়ার অভ্যাস হ্রাস পাওয়ার কারণেই আজকের ছেলেমেয়েরা নানা অপরাধ জগতে জড়িয়ে যাচ্ছে। আজকের তরুণ নেশাগ্রস্ত। অ্যাকাডেমিক পড়াশোনাও ঠিক মতো করছে না। কলেজ-ভার্সিটিতে টেন্ডার আর অস্ত্রের ঝনঝনানি দেখে তারা সে দিকে ঝুঁকে যাচ্ছে। মদ-ইয়াবা, হেরোইন, আফিম, গাঁজার প্রতি আসক্তি হয়ে অনৈতিক হয়ে উঠেছে। বই আমাদের পড়তে হবে। ভালো বইকে বিশ্বস্ত বন্ধুর মতো নিত্যসাথী করতে হবে। মানবজীবনে ভালো বইয়ের বিকল্প নেই। প্রতিভা বিকশিত করতে বই পাঠকে বেশি গুরুত্ব দিতে হবে। ইতিহাস ও জ্ঞানের ভাণ্ডার হচ্ছে বই। একটি গ্রন্থাগার শুধু এলাকা বা দেশের নয়, পৃথিবীর সম্পদ। বই পাঠকের প্রতিভাকে বিকশিত করে। মানুষের মাঝে জ্ঞানের পরিধি বাড়ায়। একটি ভলো বই ঘুমন্ত বিবেককে জাগিয়ে তোলে। মহান ২১ ফেব্র“য়ারি উপলক্ষে চন্দনাইশ ছাত্র সমিতি- চট্টগ্রামের উদ্যোগে ও ওমর সুলতান ফাউন্ডেশনের সহযোগিতায় ৮দিন ব্যাপী ৫২’র ভাষা আন্দোলনের অন্যতম পুরোধা প্রিন্সিপাল আবুল কাশেম বই মেলা উপজেলা সদর শাহ আমিন পার্কে ৪র্থ দিনের মেলার আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্য ওমর সুলতান ফাউন্ডেশনের পরিচালক নজরুল ইসলাম উপরোক্ত কথাগুলো বলেন।

বই মেলা উদযাপন কমিটির মহাসচিব মো. নুরুল হক চৌধুরীর সভাপতিত্বে ও নুরুল আলমের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম হুলাইন সালেহ নুর ডিগ্রী কলেজের অধ্যাপক আলহাজ্ব মো: তৈয়বুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, এ জেড উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর আহমদ, কাশেম মাহাবুব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয় কৃষ্ণ ধর, দোহাজারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিষ্ণু যশা চক্রবর্ত্তী, সাংবাদিক এস এম রাশেদ, এস এম রহমান, গাছবাড়ীয়া সরকারী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক হামিদুর রহমান চৌধুরী প্রমুখ। বই মেলার ৪র্থদিনে পুথি পাঠের আসর, দোহাজারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে