সাম্প্রতিক সংবাদ

পে-স্কেল ছাড়া কর্মবিরতি প্রত্যাহার করবে না নৌ-শ্রমিকরা

nOU-dhormoghot

বিডি নীয়ালা নিউজ(২৫ই এপ্রিল১৬)-অনলাইন প্রতিবেদনঃ নৌযানে কর্মরত সব জাহাজী শ্রমিক কর্মচারীদের জন্য সর্বনিম্ন মজুরি ১১ হাজার টাকা নির্ধারণ ও গ্রহণযোগ্য পে-স্কেল ঘোষণা ছাড়া কর্মবিরতি প্রত্যাহার করবে না বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের নেতাকর্মীরা।

গতকাল রোববার (২৪ এপ্রিল) বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এক বিক্ষোভ সমাবেশে এ দাবি জানান নৌ শ্রমিকরা।

বাংলাদেশ নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি আইনুল হোসেন উত্তমের সভাপতিত্বে বক্তব্য রাখেন- বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক সবুজ শিকদার, ত্রাণ ও পুর্নবাসন বিষয়ক সম্পাদক আব্দুল ওয়াহিদ মাস্টার, জাকির হোসেন চুন্নু মাস্টার, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান, নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি সরদার আলমগীর মাস্টার, কার্যকরি সভাপতি নিজামউদ্দিন খান, যুগ্ম সম্পাদক আক্তার হোসেন, ডেমরা শাখার সভাপতি জাকির হোসেন, নারায়ণগঞ্জ শাখার নেতা কবির হোসেন, কাওসার আহমেদ, পান্না মিয়া, প্রমুখ।

 

Facebooktwitterredditpinterestlinkedinmail

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

shared on wplocker.com