asadujjaman

বিডি নীয়ালা নিউজ(৯ই এপ্রিল১৬)-স্টাফ রিপর্টারঃ  ‘পুলিশ বাসায় এসে জিজ্ঞেস করবে, আপনি ভাল আছেন তো, আপনার কি কোনো সাহায্য দরকার?-কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে জনগণের এতটাই কাছাকাছি সেবা পৌঁছে দিতে চাই’ জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আসাদুজ্জামান মিয়া।

শুক্রবার সন্ধ্যায় উত্তরা বিভাগ পুলিশের আয়োজনে উত্তরা ফ্রেন্ডস ক্লাব মাঠে ‘কমিউনিটি পুলিশিং সমাবেশ ও মাদক বিরোধী সাংস্কৃতিক সন্ধ্যা’ শীর্ষক সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে ডিএমপি কমিশনার  এ কথা বলেন ।

কমিশনার বলেন, ‘জনতাই পুলিশ, পুলিশই জনতা। এই বিষয়কে সামনে রেখে জনগণের সাথে এক সাথে কাজ করে যেতে চাই। জনগণকে নিয়ে আমরা নিরাপদ ঢাকা গড়তে চাই। সব সময় জনগণের সহযোগিতা করতে চাই। আশা করি এক সময় আমরা অবশ্যই সফল হতে পারবো।’

11694914_1276697469024256_7235608853291181835_n

কমিশনার আরো বলেন, ‘আমাদের অনেক সীমাবদ্ধতা নিয়ে কাজ করতে হয়। ইচ্ছে করলেই আমরা সব কিছু করতে পারি না। তবুও আমরা বদলে যেতে চাই, বদলে দিতে চাই।’

পুলিশ কমিশনার থানার ভারপ্রাপ্ত কমকর্তাদের (ওসি) হুঁশিয়ারি করে জানান, কমিউনিটি পুলিশিং এর কোনো সদস্যকে যদি থানার ওসি সহযোগিতা না করে কিংবা কোনো ওসির বিরুদ্ধে অভিযোগ ওঠে যে, সে জনবান্ধব না, জনগণের জন্য কাজ করে না। তাহলে তাকে আমরা রাখব না।’

উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) বিধান ত্রিপুরার সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে পুলিশের আইজিপি একেএম শহীদুল হক, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ১৮ আসনের এমপি এ্যাড. সাহারা খাতুন, বিশেষ অতিথি হিসেবে সংসদ সদস্য ড. দীপু মনিসহ পুলিশের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে