tonu

বিডি নীয়ালা নিউজ(২৯ই মার্চ১৬)-অনলাইন প্রতিবেদনঃ পুনরায় ময়নাতদন্তের জন্য আগামীকাল বুধবার সোহাগী জাহান তনুর লাশ কবর থেকে উত্তোলন করা হবে।

সোমবার পুলিশের আবেদনের প্রেক্ষাপটে লাশ কবর থেকে তুলে পুনরায় ময়নাতদন্তের নির্দেশে দিয়েছে কুমিল্লার আদালত।

তনু হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ও কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুর আলম জানিয়েছেন, অধিকতর তদন্তের স্বার্থে লাশ উত্তোলনের জন্য আদালতে আবেদন করার পর, আদালত পুলিশকে অনুমতি দিয়েছেন।এখন কিছু আনুষ্ঠানিকতা সম্পন্ন করার জন্য একদিন সময় হাতে রেখে আগামীকাল লাশ উত্তোলনের সময় নির্ধারণ করা হয়েছে।তবে, এখনো প্রাথমিক ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাননি বলে জানিয়েছেন তিনি।

এছাড়া তনুর পোশাক ও আরো কিছু আলামত পরীক্ষার জন্য ঢাকায় সিআইডির পরীক্ষাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তিনি।

এখনো এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।তবে, এ ঘটনার প্রতিবাদে আজও দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ চলছে।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে