বিডি নীয়ালা নিউজ(২৭ই মার্চ১৬)-বিনোদন ডেস্কঃ ঢাকাই ছবির জনপ্রিয় খলনায়ক মিশা সওদাগর সম্প্রতি সাফি উদ্দিন সাফির পরিচালনায় মিসকল সিনেমার শুটিং করতে গিয়ে পায়ের লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে।
এখন বাসায় বিশ্রামে রয়েছেন বাংলা সিনেমার গুণী এ খল অভিনেতা।
এ বিষয়ে তিনি জানান,‘মিসকল সিনেমার শুটিং করতে গিয়ে আমার পায়ের লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে। ডাক্তারের পরামর্শে এখন বিশ্রামে আছি। রাজধানীর অ্যাপোলো হাসপাতালের একজন ডাক্তারের পরামর্শে চিকিৎসা সেবা নিচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন। যাতে দ্রুত সুস্থ হয়ে অভিনয়ে ফিরতে পারি’।
জানা গেছে, মিশা সওদাগর ‘মিসকল’ ছবিতে তৃতীয় লিঙ্গের চরিত্রে অভিনয় করছেন। আর সম্প্রতি এফডিসির ১ নাম্বার ফ্লোরে শুটিং চলাকালীন সময়ে হঠাৎ পরে গিয়ে পায়ে ব্যাথা পান। এদিকে পরিচালক জানিয়েছেন, মিসা’র অসুস্থতার জন্য আপাতত শুটিং বন্ধ রয়েছে। মিশা সুস্থ হলে আমরা শুটিং শুরু করব’।





