বিডি নীয়ালা নিউজ(৫ সেপ্টেম্বর, ২০১৬ইং) নাজমুল হক হৃদয়(রাঙ্গামাটি প্রতিনিধি): পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইনের সংশোধনী বাতিল এবং রাঙামাটিতে আজ অনুষ্ঠিত ভূমি কমিশনের সভার বিরোধীতা করে তিন পার্বত্য জেলায় সকাল-সন্ধ্যা হরতাল পালন করছে স্হানীয় বাঙালী সংগঠনগুলো।সকাল থেকে রাঙামাটি শহরের বিভিন্ন পয়েন্টে পিকেটিং করছে বাঙ্গালী সংগঠনগুলোর নেতাকর্মীরা। হরতালের কারণে শহরের আভ্যন্তরীন ও দুরপাল্লার সব ধরণের যান চলাচল বন্ধ আছে।হরতালের কারণে শহরে বিপুল সংখ্যক পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে। সেনাবাহিনীকে টহল দিতে দেখা গেছে।
এদিকে সকাল সাড়ে দশটায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড সম্মেলন কক্ষে ভূমি কমিশনের সভা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও হরতালের কারণে তা সার্কিট হাউজেই অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। সভায় যোগ দেয়ার জন্য কমিশনের ৯ সদস্য এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী রাঙামাটিতে উপস্থিত হয়েছেন।





