1458053599

বিডি নীয়ালা নিউজ(১৬ই মার্চ১৬) নাজমুল হক হৃদয়( রাঙ্গামাটি প্রতিনিধি): পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে আইসিটি ভিত্তিক কর্মসংস্থান সৃষ্টিকরণ এবং আইটি ভিত্তিক আধুনিক যোগাযোগ ব্যবস্থা স্থাপন শীর্ষক ৪ মাস ব্যাপী কম্পিউটারের মৌলিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বুধবার সকালে  পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান তরুন কান্তি ঘোষ এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন  পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ও পার্বত্য মন্ত্রনালয়ের সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরা। বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন,উন্নয়ন বোর্ডের সদস্য মোঃ শাহিনুল ইসলাম
সহ বোর্ডের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা বলেন, বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এই দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হলে পার্বত্য অঞ্চলের মানুষেকেও এগিয়ে যেতে হবে। তিনি বলেন, পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকার মানুষ গুলোও যাতে এই তথ্য প্রযুক্তির সেবা পায় তার জন্য আমাদেরকে কাজ করতে হবে। তিনি
সরকারের উদ্ভবনী মুলক প্রকল্প গুলো বাস্তবায়নে বোর্ডের কর্মকর্তাদের আহবান জানান।পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের আইসিটিভিত্তিক কর্মসংস্থান সৃষ্টি এবং আইটি ভিত্তিক আধুনিক যোগাযোগ ব্যবস্থা স্থাপন প্রকল্পের আওতায় পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে আইসিটি ভিত্তিক কর্মসংস্থান সৃষ্টিকরণ এবং আইটি ভিত্তিক আধুনিক যোগাযোগ ব্যবস্থা স্থাপন শীর্ষক প্রকল্পে পার্বত্য অঞ্চলের ৩ শতাধিক তরুন তরুনীকে ৪ মাস ব্যাপী কম্পিউটারের মৌলিক প্রশিক্ষণ প্রদান করা হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে