Nicarugua
বিডি নীয়ালা নিউজ(৮জানুয়ারি১৬)- অনলাইন প্রতিবেদনঃ নিকারাগুয়ার পুলিশ বলছে, দেশটির মহাসড়কে দিশেহারা হয়ে ঘুরতে থাকা ১৫ জন বাংলাদেশীকে উদ্ধার করেছে।

ধারণা করা হচ্ছে, পাচারকারীরা তাদেরকে ফেলে চলে যাওয়ার পর তারা সেখানে হারিয়ে গিয়েছিলো।

পুলিশ কমিশনার লিওনিডাস রুকু বার্তা সংস্থা এপিকে বলেছেন, পাচারকারীরা বাংলাদেশীদেরকে কোস্টারিকা থেকে হন্ডুরাসে নিয়ে যাচ্ছিলো। তাদের চূড়ান্ত গন্তব্য ছিলো অ্যামেরিকা।

স্থানীয় সংবাদ মাধ্যমে পুলিশের ওই কর্মকর্তা বৃহস্পতিবার বলেছেন, উদ্ধার হওয়া বাংলাদেশীদেরকে উদভ্রান্ত বলে মনে হয়েছে। তাদেরকে পাওয়া গেছে মানাগুয়া থেকে ১২ মাইল দক্ষিণে।

অভিবাসন প্রত্যাশী এই বাংলাদেশীরা বলেছেন, পাচারকারীরা তাদের কাছ থেকে সবকিছু লুট করে নিয়ে গেছে। তারা জানান, কোস্টারিকার সীমান্তের কাছে গত তিনদিন ধরে তারা ঘুরে বেড়িয়েছেন।

তারা বলছেন, নিকারাগুয়া পার হয়ে যেতে তারা দালালদেরকে ১০০ থেকে ৫০০ ডলার পর্যন্ত দিয়েছেন।

তাদেরকে অভিবাসীদের জন্যে তৈরি একটি শিবিরে নিয়ে যাওয়া হয়েছে।

 

-বিবিসি বাংলা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে