সাম্প্রতিক সংবাদ

পাকিস্তানকে হারিয়ে সিরিজে এগিয়ে ইংল্যান্ড

pakisthan

বিডি নীয়ালা নিউজ( ২৫ই আগস্ট ২০১৬ইং )-স্পোর্টস ডেস্কঃ পাকিস্তানের বিপক্ষে ৫ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে জয় তুলে নিয়েছে স্বাগতিক ইংল্যান্ড। ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে ৪৪ রানে জিতেছে স্বাগতিকরা। আর এই জয়ের মধ্য দিয়ে সর্বশেষ ১০ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে এটি ইংল্যান্ডের নবম জয়।

প্রথমে ইংল্যান্ডকে ধরা ছোঁয়ার মধ্যে লক্ষ্য এনে দিয়েছিলেন বোলাররা। ব্যাটিংয়ে দলকে পথ দেখিয়েছেন জেসন রয় ও জো রুট। তাদের দুই অর্ধশতকে জয়ের বন্দরে পৌঁছায় ইংলিশরা।

বুধবার রোজ বৌলে টস জিতে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ২৬০ রান করে পাকিস্তান।

ব্যাটিংয়ে নেমে দ্রুতই ফেরেন শারজিল খান। দ্রুত তাকে অনুসরণ করেন টপ অর্ডারের আরেক ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজ।

আগের ১২ ইনিংসে একবারও পঞ্চাশ ছুঁতে না পারা আজহার ফিরতে পারতেন দুই অঙ্কে যাওয়ার আগেই। জীবন পাওয়া আজহারকে ঘিরে গড়ে উঠে পাকিস্তানের ইনিংস। দ্রুত রান তোলার দিকে মনোযোগী ছিলেন বাবর। আজহারের সঙ্গে ৬১ রানের জুটিতে তার অবদান ৪২ বলে ৪০ রান। আদিল রশিদের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে বিদায় নেন তিনি।

রানের গতি বাড়ানোর মরিয়া চেষ্টায় ফিরেন আজহার। লেগ স্পিনার রশিদের ঝোলানো বলে স্লগ সুইপ করতে গিয়ে ঠিক মতো পারেননি। ব্যাটের কানায় লেগে শর্ট থার্ড ম্যানে উঠা সহজ ক্যাচ তালুবন্দি করতে কোনো ভুল করেননি মইন আলি।

১১০ বলে খেলা আজহারের ৮২ রানের ইনিংসটি গড়া ৯টি চারে।

তবে বৃষ্টির বাধায় ১০ মিনিটের জন্য খেলা বন্ধ হওয়ার আগে ভালোভাবেই এগোচ্ছিল পাকিস্তানের ইনিংস। ৪২.১ ওভারে তাদের স্কোর ছিল ২১৮/৪। সেখান থেকে তিনশ’ রানের কাছাকাছি সংগ্রহ গড়া সম্ভব ছিল। কিন্তু বিরতিতে ঘটা ছন্দ পতন কাটিয়ে রানের গতি আর বাড়াতে পারেনি অতিথিরা।

আবার খেলা শুরু হওয়ার পর দুই ওভারের মধ্যে ফিরে যান শোয়েব মালিক ও অর্ধ শতক পাওয়া সরফরাজ। নওয়াজ ও ইমাদ ওয়াসিম দলের সংগ্রহ আড়াইশ’ পার করেন। দলের সংগ্রহ দাঁড়ায় ২৬০।

জবাবে ইংল্যান্ড ব্যাটিংয়ে নামলে ইনিংসের ৩৪ ওভার শেষে বৃষ্টির জন্য তাদের খেলা বাধাগ্রস্ত হয়। আধা ঘণ্টা খেলা বন্ধ থাকে। খেলা শুরু হলে তাদের নতুন লক্ষ্য দাঁড়ায় ৪৮ ওভারে ২৫২ রান। কিন্তু মাত্র তিন বল খেলা হওয়ার পর আবার বৃষ্টি নামলে সেখানেই ম্যাচের সমাপ্তি হয়।

৩৪.৩ ওভারে স্বাগতিকদের সংগ্রহ ছিল ৩ উইকেটে ১৯৪ রান। ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে জয়ের জন্য তখন তাদের দরকার ছিল ১৫১ রান। সে সময় মর্গ্যান ৩৩ ও বেন স্টোকস ১৫ রানে অপরাজিত ছিলেন।

লক্ষ্য তাড়ায় দ্রুত অ্যালেক্স হেলসকে হারানো ইংল্যান্ড প্রতিরোধ গড়ে রয় ও রুটের ব্যাটে। দ্বিতীয় উইকেটে এই দুই জনে গড়েন ৮৯ রানের জুটি।

রয়ের দাপুটে ইনিংস শেষ হয় মোহাম্মদ নওয়াজের বলে বাবর আজমের দারুণ ক্যাচে পরিণত হয়ে। ৫৬ বলে ৬৫ রান করেন ম্যাচ সেরা এই খেলোয়াড়, ৬টি চার ও একটি ছক্কায়।

টানা তৃতীয় অর্ধশতক পাওয়া রুট ফিরেন দলের সংগ্রহ দেড়শ’ ছাড়ানোর পর। রান আউট হওয়ার আগে ৭২ বলে ৬টি চারে ৬১ রান করেন স্বাগতিকদের এই টপ অর্ডার ব্যাটসম্যান।

ম্যাচ সেরা হন ইংল্যান্ডের জেসন রয়। আগামী শনিবার লর্ডসে হবে দ্বিতীয় ওয়ানডে।
 

jua/ntor

Facebooktwitterredditpinterestlinkedinmail

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
shared on wplocker.com