pbaidul-kader

বিডি নীয়ালা নিউজ(২৫ই এপ্রিল১৬)-অনলাইন প্রতিবেদনঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মাসেতু নিয়ে কম কথা বলার নির্দেশ দিয়েছেন।  শুধু দুই মাস পরপর হালনাগাদ তথ্য পরিবেশন করা হবে বলে জানালেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

গতকাল রোববার তিনি সংসদকে জানিয়েছেন,এশিয়ার দীর্ঘতম সেতু পদ্মাসেতুর ৩৩ শতাংশ কাজ হয়েছে। আর ৯টি পাইলিংয়ের কাজ শেষ হয়েছে।

এদিন সন্ধ্যায় দশম জাতীয় সংসদের দশম অধিবেশনে এক সম্পূরক প্রশ্নের জবাবে একথা বলেন সেতু মন্ত্রী। এসময় সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন।

সেতু মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী আমাদেরকে পদ্মাসেতু নিয়ে কম কথা বলার কথা স্মরণ করে দিয়েছেন। আমাদেরকে শুধু দুই মাস পরপর একটা আপডেট দিতে বলেছেন। কাজেই এই বিষয়টা নিয়ে আমরা কম কথা বলতে চাই। সরকারের অঙ্গীকার বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কম কথা বলে বেশি বেশি কাজ করার নির্দেশ দিয়েছেন। সুতরাং আমরা শুধু বেশি বেশি করে কাজ করতে চাই।

ওবায়দুল কাদের বলেন, আমরা ২০১৮ সালের মধ্যে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী পদ্মাসেতুর নির্মাণ কাজ শেষ করবো। আমরা সেই এজেন্ডা থেকে একদিনও পিছিয়ে নেই।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে