ডেস্ক রিপোর্টঃ নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজুবলী এলাকায় ওই গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার পর গণধর্ষণের আলামত পাওয়া পাওয়া গেছে বলে জানিয়েছেন নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. খলিল উল্যাহ। বৃহস্পতিবার বিকালে এ তথ্য জানিয়েছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. খলিল উল্যাহ।

হাসপাতাল সূত্রে জানা যায়, মেডিকেল অফিসার আকেফা জাহানের নেতৃত্বে একটি মেডিকেল টিম নির্যাতিতা নারীর শারীরিক পরীক্ষা শেষ করে। পরে দুপুরের দিকে স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদনটি তত্ত্বাবধায়ক ডা. মো. খলিল উল্যাহ’র কাছে জমা দেন। পরে তিনি পুলিশ সুপার নোয়াখালী এর কার্যালয়ে তা পাঠিয়ে দেন। হাসপাতাল আবাসিক চিকিৎসক সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম জানান, গণধর্ষণের শিকার গৃহবধূর মেডিকেল রিপোর্টের সত্যতা মিলেছে। প্রতিবেদনটি জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক ডা. মো. খলিল উল্যাহর কাছে জমা দেওয়া হয়েছে। 

পুলিশ সুপার ইলিয়াছ শরীফ জানান, সুবর্ণচরে গণধর্ষণের ঘটনায় অভিযুক্ত সাবেক ইউপি সদস্য রুহুল আমিনসহ আরো দুই জনকে বুধবার রাতে গ্রেফতার করেছে পুলিশ। এনিয়ে এই মামলায় মোট পাঁচ জনকে গ্রেফতার করা হলো। 

প্রসঙ্গত, রোববার (৩০ ডিসেম্বর) সংসদ নির্বাচনের দিন রাতে চরজুবলী ইউনিয়নের মধ্যম বাগ্যা গ্রামের সোহেল, হানিফ, স্বপন, চৌধুরী, বেচু, বাসু, আবুল, মোশারেফ ও ছালাউদ্দিন ৪০ বছর বয়সী এক নারীর বসত ঘর ভাঙচুর করে। এক পর্যায়ে তারা ওই নারীর স্বামী ও মেয়েকে বেঁধে রেখে গণধর্ষণ ও পিটিয়ে আহত করে। এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী নয় জনকে আসামি করে চরজব্বার থানায় মামলা দায়ের করেন।

B/P/N.

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে