বিডি নীয়ালা নিউজ(২৪ই ফেব্রুয়ারী১৬)-আন্তর্জাতিক প্রতিবেদনঃ নেপালের পশ্চিমাঞ্চলে ২১ যাত্রী নিয়ে ছোট একটি বিমান নিখোঁজ হয়েছে। যাত্রীদের মধ্যে দুজন বিদেশিও ছিলেন।
স্থানীয় সময় বুধবার সকালে এ নিখোঁজের ঘটনা ঘটে।
তারা এয়ার নামে কোম্পানির টুইন ওটার বিমানটিতে ১৮ যাত্রী ও তিনজন ক্রু ছিলেন। বিমানটি কাঠমান্ডুর ১২৫ কিলোমিটার পশ্চিমে পোখারা থেকে জমসমের দিকে যাচ্ছিল।
নেপালের পোখারা বিমানবন্দরের কর্মকর্তা যোগেন্দ্র কুনওয়ার বলেন, ‘দুটি হেলিকপ্টার উদ্ধার মিশনে নিয়োজিত আছে। এখন পর্যন্ত বিমানটির হদিস পাওয়া যায়নি।’
#রয়টার্সের খবর





