Neimar-300x180

বিডি নীয়ালা নিউজ(১৬ই ফেব্রুয়ারী১৬)-স্পোর্টস ডেস্কঃ  ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমারের প্রায় ৫ কোটি ডলার মূল্যের সম্পদ জব্দ করার নির্দেশ দিয়েছে সাও পওলোর একটি আদালত।

নেইমারের যে সম্পদ জব্দের নির্দেশ হয়েছে তার মধ্যে একটি ইয়ট একটি জেট এয়ারক্রেফটসহ বিভিন্ন সম্পত্তি রয়েছে।

মূলক কর ফাঁকির অভিযোগেই বার্সেলোনার এই তারকা খেলোয়াড়ের সম্পদ জব্দ করলো ব্রাজিল কর্তৃপক্ষ।

খবরে জানা যাচ্ছে সাও পাওলোর আদালতে গত সপ্তাহে নেইমারের করা আপিল খারিজ হওয়ার পরই তার সম্পদ জব্দের কাজ শুরু হয়। এ পর্যন্ত জব্দকৃত সম্পদের পরিমাণ ৫০ মিলিয়ন বা ৫ কোটি ডলার।

গত বছর নেইমার, তার পরিবার ও ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৬৩ মিলিয়ন রিয়েল বা ১৬ মিলিয়ন ডলার কর ফাঁফির অভিযোগ উঠে।

২০১১-১৩ সাল পর্যন্ত সান্তোসে খেলার সময় তিনি এই কর ফাঁকি দেন বলে অভিযোগে বলা হয়।

তবে কোনো ধরনের অপরাধ করার কথা অস্বীকার করেছে নেইমার ও তার পরিবার।

নেইমারের যে জেটটি জব্দ করা হয়েছে সেটি তিনি বিশ্বকাপ চলাকালে এবং ছুটির দিনে ব্যবহার করতেন।

 

সুত্রঃ বিবিসি বাংলা ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে