nilphamary

বিডি নীয়ালা নিউজ(১৯ফেব্রুয়ারি১৬)-নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর জলঢাকা উপজেলার ধর্মপাল ইউনিয়নে  ৯০০ বছরেরও বেশি সময় আগের পাল আমলের বৌদ্ধমন্দিরের সন্ধান মিলেছে।

প্রায় দেড় মাসের খননকাজ চালিয়ে মাটির নিচ থেকে ওই নিদর্শন উদ্ধার করে প্রত্নতত্ত্ব বিভাগের একটি বিশেষজ্ঞ দল।

একই এলাকায় আরও নিদর্শন উদ্ধারে অনুসন্ধান চলছে।

সরেজমিন ঘুরে দেখা গেছে গড় ধর্মপাল গ্রামে উদ্ধার হওয়া বৌদ্ধমন্দিরের ধ্বংসাবশেষ।

বিশেষজ্ঞ দল খননকাজ শেষে ঘিরে রেখেছে এলাকাটি। সেখানে পাহারারত বিনয় (২৮) নামের এক ব্যক্তি জানালেন, দলটি সেখান থেকে একই ইউনিয়নের পাইটাকাপাড়া গ্রামে অনুসন্ধান কাজে গেছে। প্রায় দুই কিলোমিটার দূরে ওই গ্রামে গিয়ে দেখা গেছে শাহ গোরক কামাল (রা.) পীরের মাজারে চলছে অনুসন্ধান কাজের খনন।

এ সময় অনুসন্ধান দলের প্রত্নতত্ত্ব অধিদফতরের বগুড়া মহাস্থানগড় জাদুঘরের সহ-কাস্টোডিয়ান এ এস এম হাসানাত বিন ইসলাম বলেন, ‘কামরুপের রাজা হর্ষ পাল দেবের ছেলে ধর্মপাল এ এলাকা শাসন করেছিলেন। জরিপের মাধ্যমে সে সময়ের গুরুত্বপূর্ণ স্থান চি?িহ্নত করে ওই খননকাজ পরিচালনা করে সে সময়ের বৌদ্ধমন্দিরের মূল অবকাঠামো (৩৩ সারি ইটের গাঁথুনি) উন্মোচিত হয়েছে।

উপরের অংশটি হয়তো ধ্বংস হয়েছে।’ তিনি বলেন,‘ পাঁচ ধাপে বিভক্ত করে খননকাজটি শুরু হয় গত ১ জানুয়ারি। চার ধাপের অনুসন্ধান এবং খননকাজ শেষে পঞ্চম ধাপে ওই বৌদ্ধমন্দিরের সন্ধান মেলে।’

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে