পীর আব্দুর রাজ্জাক, নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর ডোমার উপজেলা বিএনপি সভাপতি রেয়াজুল ইসলাম কালু;র বির“দ্ধে ভাংচুর, লুটপাট, চাদাবাজি, অগ্নিসংযোগ সহ নানা অপকর্র অভিযোগ উঠেছে। তার এ অপকর্ তে বাচতে বিএনপি’র মহাসচিব বরাবর একাধিক এলাকাবাসী লিখিত আবেদন করেছেন।

এসএম আব্দুল্লাহ ও লালু মিয়া নামের একাধিক এলাকাবাসীর দায়ের করা অভিযোগে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৫ই আগষ্ট দেশত্যাগের পর ঐদিন সন্ধ্যা হতে ডোমার উপজেলা বিএনপি’র সভাপতি রেয়াজুল ইসলাম কালু, তার ছেলে সাজি, ক্যাডার আবু কালাম সহ কালু তার ক্যাডার বাহিনি নিয়ে উভয় অভিযোগকারী ছাড়াও চিলাহাটি, বউবাজার, কাঠালতুলি, ভাউলাগঞ্জ সহ আশেপাশে এলাকায় বাড়ীঘড় ভাংচুর, লুটপাট, অগ্নিসংযোগ সহ ব্যাপক তান্ডব চালায়।

তাদের লুটপাটের মাত্রাতিরিক্ত কারনে মানুষ এক বস্ত্রে বাড়ী হতে পালিয়ে জীবন বাচান। এছাড়া অগ্নিসংযোগের ভয় দেখিয়ে তারা সংখ্যালঘুদের কাছ ব্যাপক চাদাবাজি করে। এছাড়াও তিনি এ সুযোগে বেশ কয়েকটি জমিও দখল করে নেন বলে অভিযোগ উঠেছে। ক্ষতিগ্র¯’ পরিবারগুলো বর্মানে মানবেতর জীবনযাপন করছেন। বিএনপি’র ওই নেতা মুলত সুদের কারবারি হওয়ার কারনে এলাকায় তিনি জমি দখল সহ নানা অপকর্র মুল হোতা বলে অভিযোগে প্রকাশ। তার এমনি নানা অপকর্ হতে এলাকাবাসী শান্তিতে বসবাসের জন্য বিএনপি’র যথাযথ কতৃপক্ষের কাছে দাবী জানা”েছন। এ ব্যাপারে ডোমর উপজেলা বিএনপি’র সভাপতি রেয়াজুল ইসলাম কালু’র সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া না যাওয়ায় তার বক্তব্য জানা যায় নি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে