আ,ফ,ম মহিউদ্দিন শেখ কিশোরগঞ্জ(নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর কিশোরগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ছামিদুল ইসলাম (১৫) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি উপজেলার চাঁদখানা ইউনিয়নের ডোঙ্গা গ্রামে ঘটে। ছামিদুল ওই গ্রামের আসাদুল ইসলামের ছেলে এবং কিশোরীগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র।নিহত ছামিদুলের পারিবারিক সূত্র জানায়, দুপুর দেড়টার দিকে নিজ বাড়িতে একটি কাঁচা বাঁশে টেলিভিশনের এন্টিনা টানানোর কাজ করছিল ছামিদুল ইসলাম।এসময় সামাল দিতে না পেরে পল্লী বিদ্যুৎ সরবরাহের ১১ হাজার কেভির সংযোগ তারে বাঁশটি পড়লে বিদুতস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়।নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতি সূত্র জানায়, এন্টিনা টানানোর সময় হাত ফসকে ওই কাঁচা বাশটি বিদ্যুৎ সরবরাহের ১১ হাজার কেভি সংযোগ তারে পড়ায় এ দূর্ঘটনাটি ঘটেছে।কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলুর রশিদ বলেন, ঘটনাটি লোকমুখে শুনেছি। নিহতের পরিবারের পক্ষে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।





