FB_IMG_1456829157748

বিডি নীয়ালা নিউজ(২ই মার্চ১৬)- আসাদুজ্জামান সুজন(নীলফামারী প্রতিনিধি): নীলফামারীর সৈয়দপুরে ৫টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মিডডে মিল কর্মসূচি চালু করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১ মার্চ) উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের বড়দহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ওই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। নীলফামারী জেলা প্রশাসক মো. জাকীর হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মিডডে মিল কর্মসূচি’র শুভ উদ্বোধন করেন।

শিক্ষার্থীদের ঝড়ে পড়া রোধ, উপস্থিতি বৃদ্ধি ও পুষ্টিহীনতা রোধে এ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে বিদ্যালয় চত্বরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. জাওয়াদুল হক সরকার,ভাইস চেয়ারম্যান মো. আজমল হোসেন এবং নীলফামারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার দিলীপ কুমার বণিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু ছালেহ মো. মুসা জঙ্গী। স্বাগত বক্তব্য রাখেন বড়দহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসিত কুমার মজুমদার। এতে অন্যদের বক্তব্য রাখেন সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউপি চেয়ারম্যান মো. ছাইদুর রহমান সরকার, প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য প্রমোদ চন্দ্র রায়, সৈয়দপুর প্রেস ক্লাবের সভাপতি আমিনুল হক প্রমূখ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সৈয়দপুর উপজেলা শিক্ষা অফিসার মো. আহসান হাবিব।

FB_IMG_1456829166984

অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভাপতি প্রফুল্ল চন্দ্র রায়, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীদের মা অভিভাবক, বোতলাগাড়ী ইউপি’র সচিব ও সদস্যবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরে প্রধান অতিথি নীলফামারী জেলা প্রশাসক জাকীর হোসেন শিক্ষার্থীদের মাঝে খাবার তুলে দিয়ে মিডডে মিল কর্মসূচির শুভ উদ্বোধন করেন। উপজেলা শিক্ষা অফিসার আহসান হাবিব জানান, সৈয়দপুর উপজেলা প্রশাসনের সহযোগিতায় মিডডে মিল কর্মসূচিতে অর্থায়ন করছে দ্বিতীয় লোকাল গভর্মেন্ট সার্পোট প্রোগ্রামের (এলজিএসপি-২)। প্রথম পর্যায়ে উপজেলার ৫টি ইউনিয়নের ৫টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে একযোগে ওই কর্মসূচি চালু করা হলো। বিদ্যালয়গুলো হচ্ছে , উপজেলার ১নং কামারপুকুর ইউনিয়নের অসুরখাই সরকারী প্রাথমিক বিদ্যালয়, ২নং কাশিরাম বেলপুকুর ইউনিয়নের তিনপাই- ২ সরকারী প্রাথমিক বিদ্যালয়, ৩নং বাঙ্গালীপুর ইউনিয়নের লক্ষণপুর উত্তর চড়কপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, ৪নং বোতলাগাড়ী ইউনিয়নের বড়দহ সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং ৫ নম্বর খাতামধুপুর ইউনিয়নের ময়দানপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়। উল্লিখিত বিদ্যালয়গুলোর তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ৪৪৫ জন শিক্ষার্থী এ কর্মসূচির আওতায় আসবে। পর্যায়ক্রমে উপজেলা সকল সরকারী প্রাথমিক বিদ্যালয় মিডডে মিল কর্মসূচির আওতায় আসবে বলে জানা গেছে।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে