বিডি নীয়ালা নিউজ(২১ই মার্চ১৬)- আসাদুজ্জামান সুজন(নীলফামারী প্রতিনিধি):
ডিজিটাল বাংলাদেশ নির্মাণে জেলা প্রশাসন এর আয়োজনে ‘টেকসই উন্নয়নে চাই টেকসই প্রযুক্তি’ শিরোনামে নীলফামারী শুরু হয়েছে তিনদিন ব্যাপী ৩৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০১৬। আজ সোমবার সকালে শহরের ছমির উদ্দিন স্কুল এ্যান্ড কলেজ চত্বরে সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ জাকীর হোসেন। মেলা উদযাপন কমিটির সভাপতি ও নীলফামারী সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ আলহাজ্ব প্রফেসর মোঃ আব্দুল গফ্ফারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা পরিষদ প্রশাসক মমতাজুল হক,পুলিশ সুপার মোঃ জাকির হোসেন খান,নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, নীলফামারী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: আবুজার রহমান, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডাঃ মোঃমমতাজুল ইসলাম মিন্টু, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সম্পাদক ডাঃ মোঃ মজিবুল হাসান চৌধুরী প্রমুখ। বিজ্ঞান মেলা উদযাপন কমিটির সদস্য ও ছমির উদ্দিন স্কুল এ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক জাহেদুল ইসলাম জানান, জেলার বিভিন্ন স্কুল এবং কলেজের ২৮ টি স্টলে নানা উদ্ভাবন তুলে ধরেছে ক্ষুদে বিজ্ঞানীরা।





