সাম্প্রতিক সংবাদ

নীলফামারীতে সড়ক দূর্ঘটনায় পত্রিকাবাহী পিকআপের চালক নিহত

N pi death
বিডি নীয়ালা নিউজ(১৯ই মার্চ১৬)- আসাদুজ্জামান সুজন(নীলফামারী প্রতিনিধি): 
নীলফামারীর সৈয়দপুরে পত্রিকাবাহী পিকআপ দুর্ঘটনায় আজ শনিবার সকালে চালক নিহত
হয়েছে এবং গুরুতর জখম হেলপারকে চিকিৎসার জন্য সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে
ভর্তি করা হয়েছে।

জানা যায়, প্রথম আলো পত্রিকাবাহী পিকআপটি (ঢাকা মেট্রো-১১-৭৪৫২) পঞ্চগড়ের
উদ্দেশ্যে বগুড়া ছেড়ে আসে। সৈয়দপুর-রংপুর মহাসড়কের কামারপুকুর বাজারে ভোর ৫টায়
পৌঁছলে সড়ক ডিভাইডারে (ব্লাক স্পট) সজোরে ধাক্কা খেয়ে দুমড়ে মুচড়ে যায়।

সৈয়দপুর দমকল বাহিনী খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় এবং পা কেটে চালককে বের করে
আনেন। গুরুতর আহত চালক বিশাল (৪০) কে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে
সেখানে তার মৃত্যু হয়। পিকআপের আহত হেলপার ফরিদুল ইসলাম (৩৬) কে সৈয়দপুর ১০০
শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ
হাসপাতালে পাঠানো হয়।
সৈয়দপুর থানার টহলরত পুলিশ এসআই সহিদুল ইসলামের নেতৃত্বে দমকল বাহিনী ও
এলাকাবাসী এই উদ্ধার কাজে অংশ নেয়। সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম
বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত বিশালের পিতার নাম মো. সবুজ। সে বগুড়া সদরে
কইতকুল গ্রামের বাসিন্দা।
Facebooktwitterredditpinterestlinkedinmail

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
shared on wplocker.com