mittu

বিডি নীয়ালা নিউজ(২৪ই আগস্ট ২০১৬ইং) আসাদুজ্জামান সুজন,নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারী সদর উপজেলায় নির্মানাধীন সেফটি ট্যাংকের ভিতরে কাজ করতে নেমে মারা
গেছে নূরন্নবী (৪৫) নামের এক নির্মাণ শ্রমিক।

মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে জেলা শহরের মাস্টারপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে।
নিহত নির্মাণ শ্রমিক নীলফামারী সদর উপজেলার খোকসাবাড়ী ইউনিয়নের গোবিন্দপুর
গ্রামের মৃত মজির উদ্দীনের ছেলে।

উপস্থিত এলাকাবাসী সূত্রে জানা যায়, আজ দুপুর থেকে নিহত নুরুন্নবী ও তার ছোট
ভাই খয়রাত হোসেন মাস্টারপাড়ার হাবিবুর রহমানের বাসার সেপটিক ট্যাংক মেরামত
করছিল। একপর্যায়ে সন্ধ্যার কিছু আগে নুরুন্নবী নিচে নেমে গেলে বিষাক্ত গ্যাসে
আক্রান্ত হয়ে নিঃশ্বাস নিতে না পেরে ঘটনাস্থলেই মারা যায় সে।

পরে এলাকাবাসীর সহায়তায় জেলা সদরের ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে
নুরুন্নবীকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত
ঘোষণা করে।

এ ব্যাপারে নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবুল আকতার ঘটনার
সত্যতা নিশ্চিত করে জানান, মৃতের সুরতহাল রিপোর্ট তৈরী করা হয়েছে। আইনী
পদক্ষেপ নেয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে