সাম্প্রতিক সংবাদ

নীলফামারীতে শিল্পকলা একাডেমীর ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

1455896017_30

বিডি নীয়ালা নিউজ(১৯ফেব্রুয়ারি১৬)- আসাদুজ্জামান সুজন (নীলফামারী প্রতিনিধি):  বাংলাদেশ শিল্পকলা একাডেমীর ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান মালার মধ্যে দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে নীলফামারী জেলা শিল্পকলা একাডেমী।

শুক্রবার(১৯ ফেব্রুয়ারি) সকালে সকাল ১০টায় শিল্পকলা একাডেমী চত্বর থেকে একটি র‌্যালী শহরে বের করা হয়। র‌্যালী শেষে শিল্পকলা অডিটোরিয়ামে জেলা শিল্প কলা একাডেমীর  কালচারাল অফিসার কে,এম  আরিফু উজ জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ,জে,এম  এরশাদ আহসান হাবিব। এ সময় উপস্থিত সকল কে সাথে নিয়ে কেক কাটা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নারী ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী. সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক আহসান রহিম মঞ্জিল, সনাকের সাবেক সভাপতি অধ্যাপক নরেশ চন্দ্র রায়। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠানে জেলা শিল্পকলা একাডেমীর ছাত্র ছাত্রীরা দলীয় সংগীত, একক গান, দলীয় নৃত্য ও এককনৃত্যসহ অভিনয়ের মাধ্যমে উপস্থিত সকল দর্শককে মাতিয়ে তুলেন।

Facebooktwitterredditpinterestlinkedinmail

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
shared on wplocker.com